![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
কি আছে স্বর্গময় রাজ্যে আমার !!
রাজার দরবারে সমাসীন উজির
কাতর বচনে কহিল দুঃখ কথা
অন্তরে লুকানো যত ব্যথা !!
ওজার যন্ত্র-মন্ত্রে আছে বিষ,
গণমনে শংকা হাঁ হিত্তিস!
দূরে লকিন্দর বসে হাসে!!
বেহুলার শরীরে কাল বিষ।
কি আছে স্বর্গময় রাজ্যে আমার !!
আমলা আছে,কামলা নাই!
বিচারালয় আছে, বিচার নাই।
প্রজা আছে, রাজা নাই
শোষক আছে, শাসক নাই।
দল আছে, দল বাজি আছে,
দলে গণতন্ত্র নাই;
বন্দর আছে, জাহাজ আছে
জেটি নাই, ক্রেইন নাই।
যানজট আছে, রাস্তা নাই
ফুটপাত আছে, হাঁটার জায়গা নাই।
লস্কর তস্কর আছে; আমাদের মুক্তি নাই।
কাজির গরু খাঁতায় আছে, গোয়ালে নাই।
কি আছে স্বর্গময় রাজ্যে আমার
নদী আছে নামে বাস্তবে নাই
বনের ঠিকানা আছে বৃক্ষ নাই
শাল বনে শাল গাছ নাই,
সুন্দর বনে নাই সুন্দরীগাছ।
যত আছে বুলি, আর বুলি
চারদিকে ভাসে স্বপ্নের বুলি।।
এরই মাঝে জীবন আসে, যায় যে চলে অন্তরালে
সদানন্দ বাবু !! স্বপ্নময় জীবনভোগে
রবীবাবুর বর্ষার গানে আসর পাতে!!
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি তোমায়
দেখতে আমি পাইনি।।
কি আছে স্বর্গময় রাজ্যে আমার !!
রাজা নেই,শাসন নেই।
ব্যাংকে টাকা নেই!
ভল্টে সোনা নেই,
বড় পুকুরিয়ার কয়লা নেই
সংবিধানের মান নেই
আইনের শাসন নেই
সংসদে বিরোধী দল নেই
দেশে কোন নির্বাচন নেই
ঘরে কোন শান্তি নেই।।
সুন্দর বনে বাঘ নেই।
আছে কিছু ন্যাড়ি কুকুর
তারও আবার লেজ নেই
চিড়িয়াখানায় প্রাণি নেই
আছে কিছু ভূখা নাঙ্গা শিয়ালে ভরা খাঁচা।।
২৫/০৭/২০১৮
২| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: ধর্মকে একেবারে নির্মূল করতে না পারলে এই পৃথিবীর মানুষের মুক্তি নেই।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
সে্নসেটিভ শিমুল বলেছেন: সব নেই গুছবে সে দিন , যে দিন মুখের বলটা বুকে আসবে।
ভাল লাগল লেখাটা ।