![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
বাতাসে কান পেতে শোন আজও
বর্জ্রধ্বনি শোনা যায়।
যে রক্ত ঝরেছে কাল রাত্তিরে
সূর্যের তাপে শুকিয়েছে বৈকি,
আজও তার প্রলেপ আছে অন্তরে
তুমি যে জাতির মহান পিতা
কে পারে ভুলিতে আপন পিতাকে ?
কিছু অমানুষ নরহন্তক
পিতার বুক বিদ্ধ করেছে সত্য
কাল কালিমা করেছে লেপন জাতির ললাটে
তবু বাতাসে কান পেতে শোন আজও
বর্জ্রধ্বনি শোনা যায়।
যে জাতির ললাট পিতার রক্তে রঞ্জিত;
দুর্ভাগা আর কে আছে এমন
বয়ে চলেছে গ্লানিময় পরিচয়।
আর কোন শোক নয়, পিতার স্বপ্ন যখন শক্তিময়
কান পেতে শোন আজও
বর্জ্রধ্বনি শোনা যায়।
শোষিত মানুষই ছিল তাঁর প্রেরণা
জনতাই ছিল যার শক্তি বলয়, হাতিয়ার,
তর্জনি উঁচিয়ে শাসিয়েছেন তিনি পাকিস্তানি দখলদার
মৃত্যুভয় করেছেন জয়, অসীম সাহসে,
কান পেতে শোন আজও
বর্জ্রধ্বনি শোনা যায়।
হাজার বছরের স্বপ্নের স্বদেশ কারিগর,
বন্দুকের চেয়ে জনতাই যার শক্তির ভর
উদার বুকের জমিনে রক্ত রঞ্জিত
স্বাধীনতা বৃক্ষ আজ পুষ্পিত;
কান পেতে শোন আজও
বর্জ্রধ্বনি শোনা যায়।
১৫/০৮/২০১৮
২| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৯
স্রাঞ্জি সে বলেছেন:
মনোমুগ্ধকর কাব্য। ++
৩| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২০
ইফতেখারুল মবিন বলেছেন: ভাল+++++
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: চমৎকার হয়েছে।