নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

ডিসেম্বর ১৯৭১

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

ডিসেম্বর ১৯৭১, স্বপ্ন স্বদেশ স্বাধীনতা
নরকের যন্ত্রণা পেরিয়ে
দেশ হয়েছে মুক্ত স্বাধীন।

মা যেমন কাঁদে প্রসব বেদনায়,
এদেশের মাটিও কেঁদেছিল তেমনি
যখন পোড়া মাটি আর লাশের গন্ধ,
যখন নদী নালা খাল বিল আর
খানা খন্দক ভরে ছিল লাশ আর লাশে
যখন শকুন আর শকুন-
উড়াউড়ি করছিল সারা আকাশে।

যখন স্বজন হারা, পুত্রহারা মায়ের কান্নায়
বাতাস ছিল অনেক ভারী,
অবুঝ শিশুও কাঁদছিল বিরামহীন।

ডিসেম্বর ১৯৭১,
লক্ষ আত্মাহুতি, ত্রিশ লক্ষ শহীদ,
হাজারো বীরঙ্গনার বঞ্চনা পেরিয়ে
স্বাধীনতার বিজয় কেতন
স্বপ্নময় আকাশে উড়েছে,
গাঢ় সবুজের মাঝে রক্তলাল সূর্য
গৌরব গাঁথা অহংকার; স্বাধীনতা।

ডিসেম্বর সালাম তোমাকে,
বিজয়মাল্য দিয়েছিলে উপহার।


০২/১২/২০১৮

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: বিজ্যের মালা যারা দিয়েছিল তাদের শ্রদ্ধা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.