নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

এক জন শহীদের অহংকার

১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬


ভয় নেই আমি জেগে আছি
এই দেশ আমার রক্তে গড়া
স্বাধীনতা আমার উত্তরাধীকার,
গৌরবে অহংকারে গাঁথা যার নাম
বাংলাদেশ।

তুমি যতই কর অবহেলা,
কর তুচ্ছ তাচ্ছিল্য!
আমি শোয়ে আছি বধ্য ভূমির কাদায়
আমার মাংশ গলে গেছে, পচে গেছে,
আমার হাড়, কংকাল সবই নিঃশেষ
বেঁচে আছে আমার সাহস
সতেজ ভাবনা
আমি মৃত্যুহীন অভয়দাতা।

আমি জেগে আছি, জেগে থাকব,
শত সহস্র আগামী প্রজন্মান্তর
নিরন্তর অমানিশা উষা,
কোন পথিক যদি অন্ধকারে হারায় পথ
আলোর মশাল জ্বালিয়ে দেব,
যদি কোন বাঙলী হারায় দিশা, এখানে
এই প্রান্তরে কাদা মাটির কাছে,
খুঁজে পাবে দিশা,
হাজারো শহীদের আত্মা এক সাথে গাইবে
কোরাস, রণ সংগীত।

আমি জেগে আছি তোমাদেরই মাঝে
আবার যারা যুদ্ধে যাবে, অস্ত্র হাতে
আবার যারা শহীদ হবে এই দেশ আর
মাটি মানুষের জন্যে।
আমার আত্মা তৃপ্ত হবে!
ঘুমিয়ে যাব, যেদিন তোমারা সবাই
আছ জেগে; অপরাজয়ী সৈনিকের বেশে।


১৪/১২/২০১৯

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.