নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

নারী আর পুরুষের বাঁধন

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪১


অযুত নিযুত কালে কোন এক রমনী
হেসে হেসে বলেছিল,
তুমি বড্ড সুন্দর পুরুষ
বাহুডোরে বেঁধেছিল তারে
উত্তপ্ত আলিঙ্গনে করেছিল মাতাল
দেহের প্রতিটি শিরা উপশিরা নেচেছিল
উদ্দাম সারা শরীর যেন কর্ষিত ভূমি;
শিল্পীর নিখুঁত চিত্র কল্পে সাজানো হয়েছিল জিন।।

সেকালে পুরুষ ছিল দেবতা আর নারী দেবি
আজ উত্তর পুরুষে রক্ত মাতাল, অশ্লীল জিন
নারীরা মুক্তির কান্ডারি, বড্ড বেশি স্বাধীন।
বেগানা পুরুষ কামাসক্ত; লোভে মত্ত, চক্ষুশূল,
নারীর বাড়ন্ত শরীর দেখে ক্লেদাক্ত;
মননে ধরে জ্বলন, তৃষিত আত্মার উগ্র দহন।।
এক ফোটা জলে চায় তৃষ্ণার নিবারণ,
কখনও উত্তাল ঢেউয়ের মত আচড়ে পরে
নেকড়ের মত হামলে পরে,
পুরুষালী শক্তির দাপটে কেঁপে উঠে ভূমি;
যখন নিষ্পাপ শিশুর কোমল দেহে করে অত্যাচার
ধিক হে পুরুষ, তোমার অন্তর কি আজ কলুষিত?
ধিক আমাকে, আমিও পুরুষ!!

অযুত নিযুত কালের উত্তর প্রজন্ম হে পুরুষ
তোমার পৌরুষের অহংকার তুমি
ভালবাসা অপরাধ নয়, মননের শ্লীলতা চাই।,
মায়া আর মমতায় ভালবাস তুমি;
তোমার আরাধ্যদেবী তিন সত্যি বলে দিব্যি দেবে

কোন এক ক্লিওপেট্টা,
একদিন জানাবে ফুলেন সম্ভাষণ;
সেদিন সমগ্র মানব জাতি উদাত্তকন্ঠে
গাইবে তোমার প্রেমের গান;
আগামী প্রজন্ম তোমারি রক্ত প্রবাহ
তোমারি জিন বয়ে চলে কোমল দেহ।।

প্রজন্ম থেকে প্রজন্মান্তর বয়ে চলেছে মানুষ,
সুখ দুখ জীবন জিন।
নর আর নারীর মিলন মেলায়
তুমি আর আমি কেবলি এক জোর বাঁধন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮

মাহের ইসলাম বলেছেন: ভাল লেগেছে।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.