![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
ধূসর হাওয়া বইচে
ধুলিবালি মাখা হাওয়া
বনে বৃক্ষলতায় পাতার শ্যামলিমা নেই
বহতা বায়ু চলছে বিষ মাখা
নগর খাল বিলে নদীতে বাড়ছে দূষণ;
অগুনিত মানুষের দূষণ।
যানের দূষণ,
কলের দূষণ, ঘরের দূষণ
দূষণে ভরপুর চারদিক।
দূষণে সয়লাব খাবার দাবার মাটি,
ফুল ফলে দূষণ, মাছ মাংশে দূষণ
আদতে দূষণ মানুষের মগজে।
চিন্তায় দূষণ, কর্মে দূষণ
চলনে বলনে দূষণ,নীতিতে দূষণ
রাজনীতিতে দূষণ, শাসনে দূষণ
দূষণে দেশ চলছে তো চলছেই
সমাজে দূষণ, ধর্মে দূষণ,
আইনে দূষণ, বিচারে দূষণ,
আজকাল দূষণই পেশা।
জল মাটি পাহাড় বায়ুতে দূষণ
বৃক্ষলতায় দূষণ, নিঃশ্বাসে দূষণ
প্রশ্বাসে দূষণ।
যখন সবকিছুই দূষিত
মানবতাও দূষিত
আমরা সবাই দূষণের শিকার।
-----------------
চট্টগ্রাম ০৮/০২/২০১৯
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: কিভাবে প্রতিকার হবে সে বিষয় নিয়ে লিখুন।