নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

আমাদের নেতা

১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

আমাদের নেতা
--------------
আমাদের নেতা আমাদের প্রাণ
আমাদের ত্রাতা আমাদের জান
আমাদের নেতা জানে আমাদের মনের কথা
যখন আমাদের নেতারা
বন খায়,
নদী খায়,
পাহাড় খায়
ব্যাংক খায়
দেশ খায়
ওদের উদর আজব আরও কিছু চায়
বড় এক বিচিত্র দেশ বাংলাদেশ,
যেখানে খাইয়েদের দখলে সব
সমাজ রাষ্ট্র
আইন আদালত
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়
চাকরি ব্যবসা
নির্বাচন
পার্লামেন্ট
আজ দখলে দখলে দূষিত।
প্রতিদিন মরছে মানুষ ব্যস্ত রাস্তায়
শহর বন্দরে,
তাতে নেতাদের কি আসে যায়?
নেতাদের শুধু চাই
এক খন্ড বিরানভূমি
নদীর কূল, এক খন্ড বন,
পুকুর জলাশয়, খেলার মাঠ
সবই দখলে আনন্দ পায় নেতা।
নেতারা অনেক শক্তিবান,
নেতার কাছে দল ক্যাডার আছে
আইন আছে, আদালত আছে
পুলিশ আছে, মাস্তান আছে।
যে দেশে নেতারা মালামাল
বন্যা বৃষ্টি বাদল ঝড় তুফান
আশির বাণী নিয়ে আসে নেতার কাছে
নেতার দয়ার দুয়ার যায় খুলে,
খোদার দেয়া নেয়ামত নামে
নেতার হাত ধরে ঘরে ঘরে।
-----------------

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

সাইন বোর্ড বলেছেন: এভাবেই চলছে, হয়ত চলবেও...

২| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে মনে হয়, যারা রাজনীতি করে তারা সবাই অবুঝ শিশু
আবার, মাঝে মাঝে মনে হয়, যারা রাজনীতি করে তারা সবাই পশু

৩| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০১

জগতারন বলেছেন:
কবিতা ভালো লাগিল।
কবির প্রতি সুভেচ্ছা ও অভিন্দন জ্ঞাপন করি।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২২

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.