![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
বাংলাদেশের রাজনীতি
-----------------------
এখানে রাজনীতি মানে
অন্ধকারের কানাগলিতে হাটা
হঠাৎ হেসে ওঠা ভয়ংকর ভূত
দানবের সাথে কথোপকথন
মূল্যহীন অবোধ সংলাপ।
এখানে গণতন্ত্র মানে
মাথাভারি মোটা বুদ্ধির খেয়াল
অযথা চেঁচামেচিঁ,রাস্তায় উৎপাত
গোপনে আপোষ রফা আর
অর্থের লেনদেন।
প্রকাশ্যে প্রতিশ্রুতি, আড়ালে কেনাবেঁচা।
এখানে বিচার মানে
উকিলের পোয়াবারো, পুলিশের বৃহস্পতি
বিচারপতির খালাস, বিচারপ্রার্থীর সর্বনাশ।
এখানে পার্লমেন্ট মানে
সরকারি খরচে হেসে খেলে চেঁচামেচিঁ,
চা বিরতি আর নতুন নতুন শব্দের আবিস্কার ।
শেষমেষ রাজনীতি,
গণতন্ত্র, পার্লামেন্ট আর বিচার
ক্ষমতাসীনদের মুনাফার বাজার।
মানুষের অধিকার ভুলুন্ঠিত ।
এখানে রাজনীতি মানে
দল বদলের খেলা
আর তলে তলে
ধর্মের লেবাজ
বাইরে ধর্ম নিরপেক্ষ।
সবাই সমান,পথ আর মত লেভেলে আলাদা
জামাত দল আর লীগ সবই হেফাজত
তাহলে কিসে ভিন্নমত? রাজনীতি?
বাংলাদেশের রাজনীতি ।
২| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০১
নার্গিস জামান বলেছেন: খুব ভালো।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫
জুয়েল তাজিম বলেছেন: বাংলাদেশের রাজনীতি মানে পেঁয়াজের দাম কন্ট্রোল করতে না পারা এবং ক্যাসিনো বন্ধ করা সমানুপাতিক
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩
রাজীব নুর বলেছেন: প্রতিটা লাইন সত্য ।