নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন অনুভূতি

১৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

ফুল যদি না ফোটে বনে বনে
মৌ মাছির সুর যাবে হারিয়ে
ভালোবাসা যদি না থাকে মনে মনে
জীবন বুঝি যাবে আধারে মিলিয়ে।

বৃষ্টি যদি না ঝরে,
পৃথিবীর গোলবাগিছা যাব মরে
নদীর জল যাবে শুকিয়ে
সাগর হারাবে জলের ধারা ।

তুমি বেঁচে আছ বলেই আমি আছি সুখে
তুমি ভালোবাস বলেই
হৃদয় কোণে ফুলের সৌরভ খুঁজে পাই
মৌ মাছির গুঞ্জন শোনি
বৃষ্টির রিনিঝিনি বাজে মনে
জীবন নদী বেয়ে চলে
এক সাগরের জলে ভাসি দুজনে।

তুমি আমার ফুল বাগিচা
আকাশ ভরা বৃষ্টির ধারা
এক স্রোতস্বিনী নদী আর
জীবন সাগরের পরমসাথী।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০৯

নুরহোসেন নুর বলেছেন: ভাল লাগলো, ভাল লাগার কবিতা।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

জুয়েল তাজিম বলেছেন: ব্লগ ও ছড়া পেল বন্দী দশা থেকে আর স্যারের লেখা ছাড়া হচ্ছে সমানে যা অবসরের বন্ধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.