![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
ক্ষমা কর প্রভু আমায়,তোমারই দয়ায়
অপরাধ যত করেছি আমি অবহেলায়
দুনিয়ায় বুকে চাবুক মেরেছি আমি
ধবংস করেছি বৃক্ষরাজি,লতাগুল্ম সবই
পাহাড় নদী খাল বিল অত্যাচারের সাক্ষ্য সবই
বনের পশু,পাখি,নির্বোধ প্রাণী যত
মেরেছি নির্বাচারে,করেছি উদরপূর্তি
হেন অপরাধের নেই কোন ক্ষমা,জানি আমি।
দুনিয়ার বুকে খেলেছে আগুন খেলা যারা
মেরেছে বোমা যত্রতত্র,মেরেছে নির্দোষ মানুষ
প্রকৃতির বুকে হেনেছে আঘাত,
নিজেকে মনে করে শার্দুল সর্দার,
সবকিছু ছাড়িয়ে দিতে চায় পাড়ি,
মহাকাশ, গভীর সমুদ্রতল, সুউচ্চপর্বত
সবকিছু আজ দূষণের কবলে,
ক্ষমতার মোহমায়ায় আচ্ছন্ন সেই বীর আজ
কাতর বচনে কহে কথা, ক্ষমা কর
অপরাধ যত করেছি আমি অবহেলায়
ক্ষমা কর প্রভু আমায়,তোমারই দয়ায়।
করোনায় মেরোনা আমায়,
ফরিয়াদ করি,মিনতি করি, কাতর আরজ আমার
এই ভুবনে তোমারই শাসন চলে শুধু,
নেই কোন ভাগিদার,
অপরাধ যত করেছি আমি,অবহেলায়
ক্ষমা কর প্রভু আমায়, তোমারই দয়ায়।
১লা এপ্রিল, ২০২০
চট্টগ্রাম ।
২| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৫
সেলিম আনোয়ার বলেছেন: হা হা। করোনা প্রভু নয় প্রভু র সৃষ্টি যেমন কসাই মোদী।
মোদী ঘৃণিত উপাস্য নয়।
৩| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:২২
নেওয়াজ আলি বলেছেন: ভালো ।
৪| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: চমৎকার।