![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
সহসাই সব কিছু ঠিক হয়ে যাবে,
পাখির নীড়ে বন্দি মানুষগুলো বের হয়ে আসবে,
দোকানপাট খোলে যাবে, ফুটপাতে ভীড় বাড়বে
অফিস পাড়া জমে উঠবে, স্কুল চালু হবে
বাচ্চাদের অস্তিরতা কমে আসবে।
সারা বিশ্ববাসি মেতে উঠবে কোহাহলে,
বসন্ত ফুলের সৌরভ ম্লান হবে না,
টেসমের তীর, আইফেল টাওয়ার, লিবার্টি স্কয়ার
সবখানে মানুষের পদভারে মুখরিত হবে।
বিপণীবিতানে আলোকসজ্জ্বা ঝল ঝল করবে,
দূরপাল্লার বাস, ট্রেন, আবার ব্যস্ত হয়ে যাবে,
আকাশের সীমানায় বিমানের ডানা মেলবে
মানুষ আবার অজানা পথে পাড়ি জবাবে,
কলকারখানা চালু হবে, শিল্প বাণিজ্য সব চলবে
প্যারিস, মাদ্রিদ, নিউইয়র্কের ফ্যাশন শো জমে উঠবে।
মানুষ আবার আগের মত ব্যস্ত হয়ে যাবে
প্রিয়জনের সাথে কোয়ারেণ্টাইনের দিন গুলো স্বরণ করবে
মৃত মানুষ দেখলে ভয়ে পালাবে না,
শেষবিদায়ে আত্মীয় পরিজন নির্ভয়ে কাছে আসবে।
মানুষ সহসাই করোনা আতঙ্কের ভয় থেকে মুক্তি পাবে,
মনে হবে কিছু হয়নি, সব কিছু ঠিক হয়ে যাবে,
সাময়িকভাবে ক্লান্ত শ্রান্ত ভীত সবাই,
সহসাই মানুষ জেগে উঠবে, করোনা হেরে যাবে
মানুষেরই জয় হবে
সারা দুনিয়াতে মানুষ রাজত্ব করবে।
.
৩০/০৩/ ২০২০
চট্টগ্রাম।
২| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৭
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার উপস্থাপন ।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: চমতকা্।