নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকার জন্যে দূরে থাকা

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫২


বসে কাঁদি রুদ্ধ ঘরে আজ
নিয়তই যে পরম পরিণতি
বাইরে বিষবাষ্প হিসফিস করে
সাপের ছোবলে মত করোনা মরণঘাতি।

বন্ধু বল, ভাই বল, প্রিয়জন সব দূরে ঠেল
কর না আলিঙ্গণ কারো আপন ভেবে,
করোনা বিষ তোমাকে ছোবল দিবে
ঘরে ঘরে মৃর্ত্যু নির্ঘাত হানা দিবে।

দূরে থাকা মানেই দূর ভাবা নয়, বেঁচে থাকা
প্রিয়জন কে ভালোবাস বলেই আজ দূরে থাক
সুদিন আসলে পরম স্পর্শে আদর করো
লুকানো কষ্টের কথা ভাগাভাগি করো
সব গল্পই তোমাকে সুখ দিবে
প্রেম ভালোবাসা, শোক দুঃখ ভাগাভাগি
তবেই না হবে যদি
আমরা সবই বেঁচে থাকি।

বেঁচে থাকার জন্যেই দূরে থাক।

তারিখ- ০৪/০৪/২০২০
চট্টগ্রাম।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৫

দীপঙ্কর বেরা বলেছেন: ঠিক কথা

২| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: পেটে ভাত না থাকলে হাত ধুয়ে কি হবে???

--শরীরের চামড়া থাকলে উত্তর দিয়ে যান জাতির বিবেক!

৩| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৬

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার উপস্থাপন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.