নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

করোনা হেরে যাবে – মানুষেরই জয় হবে (২)

০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৮

সহসাই সবকিছু ঠিক হয়ে যাবে,
আগামী ভোরে বৃষ্টিস্নাত সূর্যালোকে
রঙ ধনু হেসে হেসে সাত রঙ বিলিয়ে দিবে
দিগন্তজুড়ে আকাশের সীমানায়
যেখানে চোখ যায়
সেখানে শুধু নীল আর নীল দেখা যাবে,
ধুলি বালি নেই, স্বচ্ছ আকাশ
আকাশ নীলের ছাদর বিছাবে।

সহসাই সবকিছু ঠিক হয়ে যাবে
বনের ধারে যেখানে মাটিচাপা ছিল লতাগুল্ম
এক পশলা বৃষ্টিতে সবুজে ছেয়ে যাবে,
প্রাণের পরশে সব লতাগুল্ম জেগে উঠবে
বাতাসে অক্সিজেন বেড়ে যাবে
দূষণমুক্ত বায়ু সেবনে সব প্রাণ শক্তি পাবে।

সহসাই সবকিছু ঠিক হয়ে যাবে
করোনা হেরে যাবে
মানুষের প্রতিরোধে করোনা হেরে যাবে
কিছু প্রাণের বিনিময়ে করোনা হেরে যাবে
এক নির্মল পৃথিবী উপহার দেবে।

সহসাই সবকিছু ঠিক হয়ে যাবে
নীল সমুদ্রের ঢেউ তীরে এসে হাতছানি দেবে
ডলফিলের মাখামাখি দেখে
ইচ্ছে হবে প্রেমিকার হাতধরে
প্রেমের অবগাহন করি,
এই পৃথিবীর তাবৎ সৌন্দর্য আমাকে হারিয়ে দেবে
আমি সবকিছু ভুলে যাব, প্রিয়তমার আলিঙ্গলে
শুধু বসন্ত গোলাপের সৌরভ রয়ে যাবে।

সহসাই সবকিছু ঠিক হয়ে যাবে
করোনা হয়ে যাবে ইতিহাস
শুধু মানুষের জয় হবে, মানবতার জয় হবে
প্রেম পূণ্য ভালবাসাই বেঁচে থাকবে,
করোনা হেরে যাবে – মানুষেরই জয় হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: মানুষের জয় হতে হতে অনেক ক্ষতি হয়ে যাবে।

২| ০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩০

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ যেন সব বিপদ হতে দুরে রাখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.