নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

করোনার কান্না

১০ ই মে, ২০২০ দুপুর ১:০৯



যে দিকেই চোখ যায় নিরাশায় ভাসায়
যে দিকেই চোখ যায় মানুষের বিবর্ণ চাহনি কাঁদায়।

যে দিকেই কানপাতি শুনি নিঃশব্দ কান্না
দুয়ারে বুঝি হানা দেবে নীরব ঘাতক করোনা
সাড়ে সাতশো কোটি মানুষ হতবিহব্বল,
ভবিষ্যতের কথা অজানা।

কত কিছু আছে এই জগতে, কত শক্তিবল,
কত মারনাস্ত্র, ক্ষেপনাস্ত্র, পরমাণুঅস্ত্র
এক অদৃশ্য জীবাণুর কাছে সব কিছু নস্য।

করোনা দিয়েছে হানা সর্বত্র, বিচিত্র আচরণ
দেশে দেশে নানা উপসর্গ,
মানুষ কত অসহায়, কত তুচ্ছ জীবন
এক জীবাণুর কাছে নতজানুঃ
এতদিন করেছে বড়াই, লড়াই দেখনি।

যেদিক তাকাই মনে পড়ে
কত কোহাহল ছিল এখানে
কত মানুষের হাসি আর আমুদে কথা
মাতাল ছিল পৃথিবী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২০ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: করোনার কান্না খুব শ্রীঘই বন্ধ হবে।

২| ১০ ই মে, ২০২০ রাত ৮:৪২

নেওয়াজ আলি বলেছেন: আজ মন সবচেয়ে বেশী মরচে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.