![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
চল একসাথে করি সমুদ্র অবগাহন
অতঃপর দেব পাড়ি পাহাড় বন।
স্বপ্ন ছিল দুজনে বাঁধিব ঘর
নিরাশ করে যেও না চলে
কর না আমায় পর।
আর কতকাল পরের নীড়ে রাখিব সাক্ষর
তুমি ভরসা দিলে নিজেই বাঁধিব ঘর
বেশি কিছু কি প্রত্যাশা করেছি আমি?
শুধু চাই মোর একখানা ঘর।
সাতপাঁচ ভাবার কি আছে এখন
চল একসাথে করি সমুদ্র অবগাহন
অতঃপর না হয় বাঁধিব বাসা
কাছেই আছে ঝাও বন।
সন্ধা লগনে হোক আমাদের এই পণ
প্রেম পুণ্যে চলে যাবে মোদের জীবন।
-----------
০৩/১০/২০২০
কক্সবাজার
©somewhere in net ltd.