নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে কথা কাজের ফাঁকে কিছু করা,ব্যস্ততার মাঝে যাকিছু ভাবি তাই লিখি।

HannanMag

শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।

HannanMag › বিস্তারিত পোস্টঃ

পণ

৩০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

হে বন্ধু তোমাকেই বলছি !
যেখানেই যেতে চাও চলে যাও,
শুধু ভুলে যেও না
এই দেশ আর মাটির টান
এখানে জন্মেছ বলেই এই নিবেদন
এখানেই তোমার আমার অতীত বন্ধন।

এখানে এই মাটির সাথে জড়িয়ে আছে প্রাণ
চলতে পথে দেখা মিলে
পিতার স্মৃতি আর
মায়ের আচঁলের সুঘ্রাণ,
যে প্রাণের বন্ধন অম্লান।


হে বন্ধু তোমাকেই বলছি !
যেখানেই যেতে চাও চলে যাও
শুধু ভুলে যেও না
এই দেশ আর মাটির টান
এখানেই গাছের ছায়ায় জুড়ায়েছি প্রাণ
খেলেছি কত অজানা খেলা,করেছি পণ
দেশ মার্তৃকার সন্মান,রাখব অম্লান।


বিদেশ বিভুঁই যেতে চাও, চলে যাও
মনে রেখ জ্বলমলে আলো, মখমল বিছানা,
কচকচে ডলার, ইয়েন, পাউন্ড, ইউরো,
কোন কিছুতেই পাবে না শান্তির ঠিকানা
মায়ের আচঁলেই লুকিয়ে আছে শান্তি
অফার কল্যাণ, বেদনা লুকাবার আস্তানা।

এই দেশ এই মাটি তোমার আমার প্রিয়
স্বদেশ, আমাদেরই ভালোবাসার ঠিকানা,
তুমি যেখানেই যেতে চাও, চলে যাও
আমি এখানেই রয়ে যাব আজীবন,
এই রইল আমার চিরন্তন পণ।

২৭/ ১১ /২০২০

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: যারা নিজের দেসকে ভুলে যায় তারা নির্বোধ। তবে সাধারণ নিজের দেশকে ভুলে যায় না। এটা সম্ভব না।

২| ৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০১

HannanMag বলেছেন: ভাই রাজিব নূর আপনাকে ধন্যবাদ। আজকাল আমাদের মধ্যে প্রবণতা হচ্ছে এখানে এই দেশে অর্থকড়ি অর্জন করে বিদেশ পাড়ি দেব। দেশের প্রতি কোন মায়া নেই। গরিবরা বিদেশ যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। এই গরিব মানুষরাই কিছু টাকা কড়ি দেশে পাঠাচ্ছে। ধনিরা এই দেশ থেকে নিয়ে পালাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.