নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিসিলিয়ার চিঠি

হারাতে দিও

বই হতে ইচ্ছে করে।

হারাতে দিও › বিস্তারিত পোস্টঃ

ফিঙ্গারপ্রিন্ট সমাচার

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

তাজ্জব ব্যাপার!! আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়া স্মার্ট ফোনের লক খুইল্যা সকল প্রাইভেসিতে ফেসবুক অ্যাপস'রে একসেস পারমিশন দিয়া ফেসবুকে আইস্যা স্ট্যাটাস মারতাছি," ফিঙ্গারপ্রিন্ট দিয়া সিম কিনে আমরা বিদেশি মোবাইল কোম্পানির হাতে দেশের গোপন তথ্য তুলে দিয়ে দিচ্ছি"।
বাঙালীর বুইড়া আঙ্গুলে যে এত গূঢ় রহস্য ছিলো আগে জানা ছিলো না!

যেই আমাদের কিছুদিন আগেও নীল আকাশের নীচে "প্রাকৃতিক কাজ" না সারলে কোষ্ঠকাঠিন্য হইতো- তাদের এখন বিদেশি কোম্পানীর হাতে 'ফিঙ্গারপ্রিন্ট' গেলে নাকি প্রাইভেসি থাকে না!

এক দশক আগেও আমাগো বাপ-দাদারা 'টিপসই' (আঙ্গুলের ছাপ) দিত। আড়গুম-বাড়গুম বুঝাইয়া অমন 'টিপসই' নিয়া যে কত মানুষের জমি-জমা লেইখ্যা নেয়া হইছে পুরান বাংলা সিনেমা তার সাক্ষী।
অই 'টিপসই' থেকেই আমাগো 'ফিঙ্গারপ্রিন্ট' ভীতি। ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলেই সেই বুইড়া আঙ্গুল চাইপ্যা দেওয়া 'টিপসই' এর কথা মনে পড়ে যায়। উফ! সে এক ভয়াবহ স্মৃতি!!

আরে ভাই ফিঙ্গারপ্রিন্ট নিয়া টেনশন লইতে লইতে মইরা যাইতাছেন!!? এই সাম্রাজ্যবাদী কোম্পানির কাছে আপনার 'পাছার ছাপ'ও আছে। যার কল্যানে আপনি পারফেক্ট সাইজের 'আন্ডার-গার্মেন্টস' এর অ্যাড দেখতে পাচ্ছেন। জেনে আরো আনন্দিত হবেন আপনার এই 'পাছার ছাপ' মানব কল্যানেও কাজে আসে। আপনার 'পাছার ছাপ' নিয়ে গবেষণা করে সাম্রাজ্যবাদী বিদেশী কোম্পানিগুলা বের করার চেষ্টা করছে আপনার পূর্ব-পুরুষ এক্যুরেটলি কোন প্রজাতির বান্দর ছিলো।

তারচেয়ে বড় কথা- হাত ঘষতে ঘষতে আমাগো হাতের ছালই উইঠ্যা গেছে, আমাগো আবার আঙ্গুলের ছাপ!

সো, নো টেনশন। আঙ্গুল জোড়ে জোড়ে চাইপা ধইরা 'টিপসই' দেন, থুক্কু 'ফিঙ্গারপ্রিন্ট' দেন।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

শাহাদাত হোসেন বলেছেন: আপনার কোনো সমস্যা না থাকলে আপনে দেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

হারাতে দিও বলেছেন: ফিঙ্গার? আনন্দের সহিত । মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

নতুন বলেছেন: যেই আমাদের কিছুদিন আগেও নীল আকাশের নীচে "প্রাকৃতিক কাজ" না সারলে কোষ্ঠকাঠিন্য হইতো- তাদের এখন বিদেশি কোম্পানীর হাতে 'ফিঙ্গারপ্রিন্ট' গেলে নাকি প্রাইভেসি থাকে না!

:)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

হারাতে দিও বলেছেন: এখনো পাকা লেট্রিন করতে সহায়তা করার জন্য বাংলাদেশে বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

গেম চেঞ্জার বলেছেন: আপনে ব্যাফুক বুদ্ধিবাজ মানুষ! বোঝা গেল ব্যাপারটা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

হারাতে দিও বলেছেন: নিন্দা নাকি প্রশংসা করলেন ধরতে পারলাম না। তথাপি দুইতার জন্যই আনমানিক ধন্যবাদ।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩১

নীহারিক০০১ বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.