নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজে শিক্ষিত মানুষের অভাব নাই কিন্তু, শিক্ষিত বিবেকের খুব অভাব।

শিয়ালের মত একশত বছর জীবন ধারণের চেয়ে সিংহের মত একদিন বাঁচাও ভাল

হাসান স্কাই৯৯৯

জীবনে ভাল কিছু করায় আমার উদ্দ্যেশ। মানুষকে উপকার করতে ভাল লাগে, উপকার করাার মধ্যে আনন্দ পাওয়া যায়। এমন উপকার করব না যা নিজের বা অন্যের ক্ষতি হয়

হাসান স্কাই৯৯৯ › বিস্তারিত পোস্টঃ

ভেবে দেখো চোখদুটো কার?

০৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬



যখন থেকে তোমার ঐ চোখ

নিয়ে ভাবতে শুরু করেছি,ঠিক তখন

থেকে আমার

আমিকে হারিয়ে ফেলেছি তোমার

চোখের মাঝে,তুমি বিশাস কর,,,

হয়েছে,হয়েছে আর

নেকামো করতে হবেনা,,

আমার চোখে তেমন কিছু নাই যে আমার

চোখের জন্য তুমি পাগল হবে,,,

এ কথা বলতে পারলে?জন্ম

কালো মায়ের পেটে,মৃত্যু

কালো,কোকিলের চোখ

দুটো কালো,কালো কোরানের অক্ষর,,

তোমার চোখের মনিদুটো কালো,

দেখে আমি খুজে পাই

হাজারো সৌন্দর্য,

আমি দিসেহারা এমন

মায়াবি চোখ,আমার প্রথম দেখা,,,,

এত মাতলামু করনা,,অনেক হয়েছে,এই

কালো চোখের

মাঝে কি পেলে মায়াবী ?

রাতের আধারে সাদা চাদ উকি দেয় ঐ

নীল আকাশে,

তোমার কালো চোখের মনির

চারপাশে সাদা,আমার মনে হয় তোমার

চোখের চারপাশেই আমি চাঁদ

দেখি,,আমার আকাসের চাঁদ,,,,,,

তো সেই চাঁদ কে বল্ল তোমার?

আমি তোমার

হতে পারবনা,,তুমি আমাকে ভুলে যেও,,,

মানুষ তাই ভুলে যায় যা সে মুখস্ত

করে,আমিতো তোমাকে মুখস্ত

করিনি,,হৃদয়ের প্রতিটি জায়গায়

তোমার নাম

লেখা হয়ে গেছে,পারবে কি তুমি তা মুছে দিতে?

আমাকে ভালবাসতে না পারো কনো ক্ষতি নেই,

তবে অনুরোধ রইল তোমার বুকের

মাঝখানে আমার জন্য কিছু পাথর

জমা কর,,,

কেন,কেন?পাথর জমা করব কেন?

আমি তুমাকে ভাল বন্ধু ভাবি,,

পাথর জমা কর,পাথর,লাল পাথর,নীল

পাথর

বুকের ভিতরে আমার জন্য কিছু

পাথর জমা কর,,,,সেই পাথর

ভালবাসতে না পারলেও

প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে আমার

কাছে,,,,আমি যা বলব তাই।,,,,,

তুমি কিন্তু বারাবারি করছো,,এত

ভালবাসতে হবেনা,,ইমোশন

দিয়ে দুনিয়া চলেনা,,,,,

কোন ছেলে যখন কোন মেয়েকে মন

থেকে ভালোবাসে তখন

সেটা হয়ে যায় যদি ইমোশন

তবে আমি ইমোশন নিয়েই বাচতে চাই

,তুমি আমার চোখকে এত

ভালবাসো কেন?

ভালবাসতে ভালবাসি

মন যে কখন দিয়ে দিলাম তোমার ঐ

চোখের ইশারায় নিজেও

বুঝতে পারিনি,,,,,

আমার ভুবনের চাঁদ

পেলে তুমি কি পারবে সারা জীবন

সেই চাঁদ

দেখে দেখে কাটিয়ে দিতে?

তোমার জন্য আমি সব

পারবো,তবেতুমি ভেবে দেখো,আমার

অন্ধকার জীবনটা তোমার

আলো দিয়ে ভরিয়ে দিতে চাও

কিনা,,আমি কিন্তু

সিরিয়াসলি বলসি,,,

আমিও সত্তিই ভাবছি আমার মনে ঝড়

বইছে,,সত্যিই আমিও দিসেহারা ,তাই ভাবছি,,,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.