নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম অজানা ভুবনে!

হাসান যোবায়ের

ফেসবুক এ আমি ..facebook.com/hasan.jubair1 বাংলা ভিডিও টিউটোরিয়াল www.projuktiteam.com

হাসান যোবায়ের › বিস্তারিত পোস্টঃ

বৃদ্ধাশ্রম নিয়ে তৈরি বাংলা 2D অ্যানিমেশন কার্টুন 'মায়ের ডায়রী'

১৩ ই জুন, ২০১৪ রাত ৮:০৯

কেমন আছেন সবাই? অনেকদিন পর সামুতে পোস্ট করছি। ব্লগিং এ এখন আর আগের মত সময় দেয়া হয় না। পড়াশুনা আর প্রফেশনাল কাজ শেখা নিয়ে ব্যস্ত। তবে যাই শিখছি তা ইনশা আল্লাহ ভবিষ্যতে শেয়ার করার চেষ্টা করবো। ইতঃমধ্যে বাংলা টিউটোরিয়াল করেছি।



আমি এখন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে মাল্টিমিডিয়া নিয়ে পড়াশুনা করছি। সেখানে 2D অ্যানিমেশন নিয়ে কোর্সের জন্য আমি এই কার্টুনটি তৈরি করি। যেহেতু এই বিষয়ে একেবারেই নতুন তাই প্রায় ১ মাসের মত সময় লেগেছে তৈরি করতে। অনেক ভুল ভ্রান্তি রয়েছে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।



বাংলা 2D অ্যানিমেশন কার্টুন "মায়ের ডায়রী"











এটা তৈরি করতে যে সব সফটওয়্যার ব্যবহার করা হয়েছেঃ



এডবি ফ্ল্যাশ প্রফেশনাল



এডবি ফটোশপ



এডবি ইলাস্ট্রেটর



এডবি প্রিমিয়ার প্রো



ক্যামতাসিয়া



এছাড়া অন্যান্য টুল।







কেমন হয়েছে মন্তব্য করে জানাবেন।



আমার তৈরি ফটোশপ, ইলাস্ট্রেটর টিউটোরিয়াল দেখুন এখানে।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৪ রাত ৮:২০

খাটাস বলেছেন: অসাধারণ অসাধারণ অসাধারণ বস। কনসেপ্ট টা অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। আশা করি আপনাদের হাতেই বাংলা আরও সমৃদ্ধ হবে- প্রযুক্তির এ দিক থেকেও।
অনেক অনেক শুভ কামনা জানবেন। ভাল লাগা। প্রিয়তে রেখে দিলাম।
ভাল থাকবেন।

১৩ ই জুন, ২০১৪ রাত ৮:২১

হাসান যোবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। দোয়া করবেন। :)

২| ১৩ ই জুন, ২০১৪ রাত ৮:২৯

নীল-দর্পণ বলেছেন: ভাল লেগেছে অনেক

১৩ ই জুন, ২০১৪ রাত ৮:৩১

হাসান যোবায়ের বলেছেন: ধন্যবাদ। :)

৩| ১৩ ই জুন, ২০১৪ রাত ৯:১০

নতুন বলেছেন: আইডিয়াটা খুবই ভাল,,, কিন্তু ছবি গুলি আমাদের দেশের না.... বিদেশী ছবি...

আর মায়ের ডায়লোগটা আবেগী হয়নি...

১৩ ই জুন, ২০১৪ রাত ৯:১২

হাসান যোবায়ের বলেছেন: হুম। প্রথম অ্যানিমেশন তাই অনেক সমস্যা রয়ে গেছে। সামনে আরো ভাল করার চেষ্টা করবো।

৪| ১৩ ই জুন, ২০১৪ রাত ৯:২৭

নতুন বলেছেন: অবশ্যই আরো ভাল করবেন... :)

১৪ ই জুন, ২০১৪ রাত ১২:০২

হাসান যোবায়ের বলেছেন: ধন্যবাদ।

৫| ১৩ ই জুন, ২০১৪ রাত ৯:৩৭

খাটাস বলেছেন: ও একটা কথা বলতে ভুলে গেছি। নতুন ভাই এর সাথে সহমত। ডাইলগ গুলো যথেষ্ট আবেগি হয় নি। তবে প্রথম কাজ হিসেবে মেনে নেওয়া যায়। আরো ভাল করবেন আশা করি :)

১৪ ই জুন, ২০১৪ রাত ১২:০৩

হাসান যোবায়ের বলেছেন: হুম। অনেক কারেকশন করার বিষয় রয়েছে।

৬| ১৩ ই জুন, ২০১৪ রাত ৯:৫০

প্রবাসী পাঠক বলেছেন: হাসান যোবায়ের ভাইয়ের পোস্ট মানেই ইউনিক কোন কিছু।

নতুন ভাইয়ের সাথে একমত ডায়লগগুলো খুব বেশি আবেগি ছিল না। তবে ওভারঅল ভালো লাগল। পোস্টে প্লাস।

১৪ ই জুন, ২০১৪ রাত ১২:০৪

হাসান যোবায়ের বলেছেন: এখনো আমাকে মনে রেখেছেন জেনে ভাল লাগলো।

১৪ ই জুন, ২০১৪ রাত ১২:০৪

হাসান যোবায়ের বলেছেন: এখনো আমাকে মনে রেখেছেন জেনে ভাল লাগলো।

৭| ১৪ ই জুন, ২০১৪ রাত ৮:৪৬

দৃষ্টিসীমানা বলেছেন: পোস্টে অনেক ভাল লাগা রইল ।শুভ কামনা ।

১৪ ই জুন, ২০১৪ রাত ১০:১৭

হাসান যোবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ। :)

৮| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সুন্দর একটা কাজ করেছেন ...
শুভকামনা ...

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৯

হাসান যোবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ মুনতাসির ভাই। :)

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০১

শায়মা বলেছেন: সুন্দর!!!

কিন্তু ভয়েস এক্সপ্রেশন হয়নি ঠিক ঠাক ভাইয়া।:(

যে ভয়েস দিয়েছে তাকে আরও প্রাকটিস করতে হবে।:(

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২

হাসান যোবায়ের বলেছেন: হুম। প্রথম কাজতো তাই অনেক ভুল রয়ে গেছে। :)

১০| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৯

শায়মা বলেছেন: আমার কাছে পাঠিয়ে দিও । কেমনে ভয়েস এক্সপ্রেশন দিতে হয় শিখাই দেবো।:)

১১| ১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

১২| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: কেমন আছেন?

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:০৯

হাসান যোবায়ের বলেছেন: হ্যা ভাল আছি। আপনি কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.