নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মভূমির সাথে কখনোই বন্ধন ছিন্ন করা যায়না। দূরে চলে আসলেও নাড়ির টানে আবার ফিরে যেতে ইচ্ছে করে, ভালো থেকো প্রিয় বাংলাদেশ (দেশে যখন ছিলাম কাজ করেছি বিদেশীদের সাথে মাল্টিন্যাশনাল কোম্পানীতে, বর্তমানে প্যারিসে, সংবাদকর্মী) hasem7@জিমেইল.কম ফেসবুক.কম/hasem

হাশেম

আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালবাসো সেই কথাটা জানতে চাই...

হাশেম › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের সাথে সংহতি রেখে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৯



ফ্রান্সে বিভিন্ন সামাজিক সংগঠন এবং প‌্যারিসে বসবাসরত প্রবাসীরা তুষারপাত এবং মাইনাসের মধ্যে আইফেল টাওয়ারের সামনে জড়ো হয়ে কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসুচীর আয়োজন করেছে।



সাধারনত আইফেল টাওয়ারের সামনে প্রতিবাদ সমাবেশ করতে গেলে অনুমতি নিতে হয় আর অনুমতি নিতে গেলে বেশ কয়েকদিন লেগে যায় কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন! কখন অনুমতি মিলবে তার তোয়াক্কা না করে প্রবাসীরা জড়ো হয়েছেন আইফেল টাওয়ারের সামনের মানবাধিকার চত্বরে।



স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছিল পুরো এলাকা আর দাবী ছিল একটাই - সকল যুদ্ধাপরাধীর ফাঁসী!





এধরনের আবহাওয়ায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা দায় কিন্তু বিরূপ অবহাওয়া এবং প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে যারা এসেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।





শাহবাগের মতোই পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশীরা এখন প্রতিবাদমুখর রাজাকারদের ফাঁসির দাবিতে।



একহাতে ছাতা অন্যহাতে ক্যামেরা, সংবাদকর্মী হিসাবে উপস্থিত থাকতে পেরেছিলাম ;)



পরিশেষে, প্যারিস থেকে শাহবাগের জাগ্রত তারুণ্যের প্রতি সশ্রদ্ধ অভিবাদন এবং এই জাগ্রত তারুণ্যকে স্যালুট।



কে আর রুধবে বাঙালির অপ্রতিরোধ্য জয়যাত্রা যখন তাঁরা মুক্তিযুদ্ধের রণধ্বনি ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাতিকে ফিরিয়ে দিয়েছেন তাঁর পরিচয়ের ঠিকানা ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’! এ দুই মুক্তিযুদ্ধের প্রতীককে পুনরুদ্ধার করেছে যে তারুণ্য কোনো অপশক্তিই আর আমাদের দমিয়ে রাখতে পারবে না।

'শাহবাগের তারুন্যের ঢেও এবার ফ্রান্সে' শিরোনামে আইফেল টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ নিয়ে আমার নিউজটি নিচের লিংকে দিলাম:







দুদিন আগে আমাদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব শফিক আহমেদ একটি অনুষ্ঠানে অংশগ্রহনের উদ্দেশ্যে সরকারী সফরে প‌্যারিসে এসেছিলেন। সেই সময় উনার সাথে আমরা প্রেস কনফারেন্সে অংশ নিয়েছি। কঠিন কিছু প্রশ্ন করেছিলাম। আমার নিউজটি দেখতে পারেন:



মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আগে প্রিয়তে নেই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৯

হাশেম বলেছেন: অশেষ ধন্যবাদ ... :) :)

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৫

রাফা বলেছেন: শাহাবাগের মোমের আলো দাবানল হোয়ে ছড়িয়ে পরছে সারা বিশ্বে।

অভিনন্দন প্যারিসের বাংলাদেশিদের,তারা আমাদের সকলের দাবির সাথে একাত্মতা ঘোষণা করায়।

৩০ লক্ষ শহীদ আমাদের ডাক দিয়েছে।রাজাকারদের ফাসি নিশ্চিত করেই ঘরে ফিরবো আমরা।

জয় বাংলা

ধন্যবাদ,হাশেম ভাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৬

হাশেম বলেছেন: রাফা বলেছেন: শাহাবাগের মোমের আলো দাবানল হোয়ে ছড়িয়ে পরছে সারা বিশ্বে।

শ্রদ্ধাবনত...
যারা প্রথমদিন থেকে আজো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নাই...

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

কেএসরথি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাদের এই উদ্যোগের জন্য!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

হাশেম বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ,
শুভকামনা... :)

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

ইন্জিনিয়ার জনি বলেছেন: অনেক ভালো লাগল আপনাদের উ্দ্দ্যগের কথা জেনে। হাশেম ভাই কি চ্যানেল আই এর রিপোর্টার প্যারিস এর?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫

হাশেম বলেছেন: আরো একটি বিশাল প্রতিবাদ সমাবেশ করতে যাচ্ছি কাল অনুমতি পেয়ে যাবো ইনশাআল্লাহ। ভাল লাগলো বলে কৃতজ্ঞ।

জী ভাই, এই অধমের চার বছর চলছে ফ্রান্স প্রতিনিধি হিসাবে চ্যানেল আইয়ের সাথে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.