নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মভূমির সাথে কখনোই বন্ধন ছিন্ন করা যায়না। দূরে চলে আসলেও নাড়ির টানে আবার ফিরে যেতে ইচ্ছে করে, ভালো থেকো প্রিয় বাংলাদেশ (দেশে যখন ছিলাম কাজ করেছি বিদেশীদের সাথে মাল্টিন্যাশনাল কোম্পানীতে, বর্তমানে প্যারিসে, সংবাদকর্মী) hasem7@জিমেইল.কম ফেসবুক.কম/hasem

হাশেম

আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালবাসো সেই কথাটা জানতে চাই...

হাশেম › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ আন্দোলনের ১৩ তম দিবসে প‌্যারিসের আইফেল টাওয়ারের সামনে আবারো সমাবেশ...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯



দেশের সীমা ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে পৌছে গেছে শাহবাগের কম্পন। আজ ১৭ই ফেব্রুয়ারী প‌্যারিসের আইফেল টাওয়ারের সামনে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীরা শাহবাগের গর্জনের মতো স্লোগান তুলবে। কতৃপক্ষের অনুমতি নিয়ে ফ্রান্স সময় বেলা ৩ টা থেকে বিকাল ৬ টা (বাংলাদেশ সময় রাত ৮ টা থেকে ১১ টা) পর্যন্ত নতুন প্রজন্ম ৩ ঘন্টা শাহবাগের মতো ঝড় তুলবে ।

শাহবাগের আন্দোলন শুরু হওয়ার পর থেকে প‌্যারিসে নতুন প্রজন্ম কিছু একটা করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে এবং ফরাসী সরকারের অনুমতিও পাওয়া গেছে...



প্রবাসে প্রতিকুল আবহাওয়া এবং অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকেও শাহবাগের আদলে নির্দলীয় এই সমাবেশ আয়োজন হতে যাচ্ছে। মোমবাতি প্রজ্বলন, প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন, হ্যান্ড মাইক, স্লোগান, দেশের গান সবই থাকছে আজকের পরিকল্পনায়। প্রবাস থেকে সবাই শাহবাগের প্রজন্ম চত্বরের সাথে থাকার ঘোষনা দিয়েছে....

আজকের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ নিয়ে আমার ভিডিও লিংকটি দেখুন:





ইতিমধ্যে ব্লগার ও স্হপিত আহমেদ রাজীব হায়দার হত্যাকান্ডের ঘটনায় আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে। শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় নিয়ে শুরু হওয়া শাহবাগ আন্দোলনের ত্রয়োদশ দিনে প‌্যারিসের আইফেল টাওয়ার থেকে গর্জন আসছে...



গত ১০ ই ফেব্রুয়ারী ফ্রান্সে আরেকটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আয়োজিত হয়েছিল তবে সেটি কতৃ্পক্ষের অনুমতিতে করা হয়নি। সেদিন তুষারপাত এবং প্রচন্ড ঠান্ডার মধ্যেও অনেকেই এসেছিল।

সেদিনের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ নিয়ে আমার আগের লেখাটি:

নিউজ লিংক:





তবে আজকের প্রেক্ষাপট ভিন্ন। আবহাওয়া ভাল থাকবে, ঠান্ডাও সহনীয় পর্যায়ে। আশা করছি যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্থির দাবীতে শাহবাগের সাথে সংহতি প্রকাশের এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশটি ইউরোপের অন্যান্য দেশের প্রতিবাদ সমাবেশের চেয়ে সবচেয়ে বড়ো আয়োজন হবে। ইতিমধ্যে ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে।

শুভকামনায়...

অবশেষে আমার নিউজটি...

:

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

রশিক রশীদ বলেছেন: করুন । আপনাদের প্রতি শুভ কামনা।

আপনাদের আন্দোলনটা এখন খুবই দরকার । বাংলাদেশের কোন স্থানে কোন মিডিয়াতে জামাত-শিবির-রাজাকারদের কোন স্থান নেই । তারা এখন যেটুকু আছে প্রচুর টাকা খরচ করে বিদেশে লবিষ্ট নিয়োগ করে আর্ন্তজাতিক মিডিয়াকে ঠান্ডা করে রখেছে । তানা হলে টানা ১৩ দিন ১৩ রাত পৃথিবীর কোথায় কবে এতলোক সমবেত থেকেছে এবং আন্দোলন করেছে কোন রকম বিশৃঙ্খলা ছাড়্ ? অথচ এটা তাদের কাছে কোন সংবাদই না । আপনারা কিছু একটা করলে হয়ত তাদের চোখ খুলবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

হাশেম বলেছেন: গত ১০ই ফেব্রুয়ারী প্রচন্ড ঠান্ডা এবং তুষারপাতের মধ্যে শাহবাগের সাথে সংহতি প্রকাশ করে যে বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছিল সেটি নিয়ে আমি যে নিউজটি করেছি তা দেখলেই প‌্যারিসের বাংলাদেশীদের গর্জন কেমন বুজতে পারবেন।

ইউটিউব বাংলাদেশে নিষিদ্ধ থাকায় নিউজটি দেশে দেখা যাচ্ছেনা... X(

আমাদের আজকের সমাবেশ চলাকালীন সময়ে শাহবাগের সাথে টেলিফোনে যোগাযোগ করতে চাই। কয়েকজন ব্লগারের সাথে ব্যক্তিগতভাবে জানাশুনা আছে কিন্তু ফোন নাম্বার না থাকায় সমস্যায় পরে গেলাম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.