নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মভূমির সাথে কখনোই বন্ধন ছিন্ন করা যায়না। দূরে চলে আসলেও নাড়ির টানে আবার ফিরে যেতে ইচ্ছে করে, ভালো থেকো প্রিয় বাংলাদেশ (দেশে যখন ছিলাম কাজ করেছি বিদেশীদের সাথে মাল্টিন্যাশনাল কোম্পানীতে, বর্তমানে প্যারিসে, সংবাদকর্মী) hasem7@জিমেইল.কম ফেসবুক.কম/hasem

হাশেম

আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালবাসো সেই কথাটা জানতে চাই...

হাশেম › বিস্তারিত পোস্টঃ

প্যারিস টু মিলান, জার্নি বাই ট্রেন...

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১


ট্রেনে যাচ্ছি প্যারিস থেকে মিলান। ৬ ঘন্টার জার্নি।
পাশের সিটে এক অাফ্রিকান কাপল গল্পে লিপ্ত। একসময় পুলিশ অাসলো সবার কাগজপত্র চেক করতে। ইতিমধ্যে প্রথমদফায় সকলের টিকেট চেক হয়ে গেছে। ডকুমেন্টস চেকিং এ মহিলার সমস্যা ধরা পড়ল। অাফ্রিকান মহিলা পুলিশের সাথে শুরু করল চেঁচামেচি। একপর্যায়ে পুলিশ মহিলাকে নিয়ে গেলো। সাথে থাকা মধ্যবয়স্ক অাফ্রিকান পুরুষটি অামার সামনের সিটে সিফট হল। জিজ্ঞেস করলাম তোমার বান্ধবি কোথায় উত্তরে জানালো ওই মহিলা তার পরিচিত কেউনা।
এবার লোকটির দৃষ্টি অন্য পাশে বসা সুন্দরি ইতালিয়ান মেয়ের প্রতি। প্রথমে পানি লাগবে কিনা জিজ্ঞেস করে কিছুক্ষন পর আবার বিয়ার অফার করল। মেয়ে ধন্যবাদ দিয়ে প্রয়োজন নেই বললো। অামি চনাচুর খেতে গিয়ে লোকটিকেও খেতে বললাম কিন্তু তার অাগ্রহ নেই। :) বিয়ার শেষ করে সুন্দরীর কাছে গিয়ে কিছু একটা বলতেই মেয়ে লোকটিকে পাশের খালি সিটে বসতে দিলো। এরপর কথা বলে খাতির জমানোর চেষ্টা। অামি হেডফোন খুলে ওদের কথা শুনার চেষ্টা করলাম। মেয়ের দিকে তাকিয়ে দেখি অাফ্রিকানের কথার উত্তর দিচ্ছেনা, নিজের ফোন নিয়ে সে ব্যস্ত।

লোকটির ড্রিঙ্কস অফার, পাশে বসার অনুমতি চাওয়া এবং বোল্ড হওয়া। কালো মানুষের সাদা মেয়ে পটানোর ব্যর্থ প্রচেষ্টা দেখলাম। লুইচ্চামি যারে বলে! অামি সামনে থাকার পরও লোকটি লজ্জা পায়নি। ট্রেন থেকে নামার সময় মেয়েকে জিজ্ঞেস করলাম লোকটিকে চিনে কি না। এই হচ্ছে ইউরোপের ইভটিজিং... :P

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা .. কি হল!

জার্নি বাই ট্রেন পড়তে গিয়া- টির্জিং ইন ট্রেনে কিস্সা খতম!!!! :P

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

হাশেম বলেছেন: আজকে আবার ফিরে যাচ্ছি।
পরেরবার ডিটেইল লিখবো, সময় তেমন নাই... :D

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

অন্ধবিন্দু বলেছেন:
ইন্টারেষ্টিং !

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

খেলাঘর বলেছেন:



"অামি হেডফোন খুলে ওদের কথা শুনার চেষ্টা করলাম। "

হাউকাউ

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

হাশেম বলেছেন: কানে কানে বলা কথা কি শুনা যায়...!
:((

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: ধোঁকা খাইলাম রে ভাই! :|

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

হাশেম বলেছেন: আপনিও ইভটিজিং এর স্বীকার হৈছেন নাকি? ;)

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা ......
আশা করছি পরের পর্বে বিস্তারিত পাবো

শুভ কামনা :)

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

হাশেম বলেছেন: ধন্যবাদ

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

হু-কেয়ারস বলেছেন: আফ্রিকান'রা সাধারনাত এক রাএে ৪-৫ টা ডিস্কো ব্রাউজ করে আর যথাসম্ভব সবগুলো মেয়েকেই ট্রাই করে.................ওদের সেল্স ষ্টিম খুব উঁচু ;)

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

ঢাকাবাসী বলেছেন: হা হা হা কি পড়লুম!

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

খেলাঘর বলেছেন:

" কানে কানে বলা কথা কি শুনা যায়...! "

-ধুর, আপনি বাংগালী জাতির মান ডুবায়েছেন; কোন এক মেয়ের সাথে অন্যের কথা শঅনার জন্য হেড ফোন খুলেছে, ধুর!

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০০

হাশেম বলেছেন: ট্রেনে উঠার পর থেকে ঐ লোকের আচরন অন্যরকম ছিল। আফ্রিকান মহিলাকে পুলিশ ধরে নেয়াতে সে অন্য মেয়ে পটানোর চেষ্টায় ছিল।
লোফারদের বোল্ড হবার দৃশ্য দেখার মজা আছে... :D

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০২

মহান অতন্দ্র বলেছেন: হা হা হা। মজা পেলাম ।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

জার্মান প্রবাসে বলেছেন: অপূর্ণ রায়হান বলেছেন: ধোঁকা খাইলাম রে ভাই! :

পরের লেখার এমনটা হবে না আশা করি।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

এহসান সাবির বলেছেন: কেমনে কি??

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৪

বাকি বিল্লাহ বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: হা .. কি হল!

জার্নি বাই ট্রেন পড়তে গিয়া- টির্জিং ইন ট্রেনে কিস্সা খতম!!!! ;) ;)

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৭

আহলান বলেছেন: আমাদের দেশ তাহলে এখনো ভালো আছে ...

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

কলমের কালি শেষ বলেছেন: হা হা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.