নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মভূমির সাথে কখনোই বন্ধন ছিন্ন করা যায়না। দূরে চলে আসলেও নাড়ির টানে আবার ফিরে যেতে ইচ্ছে করে, ভালো থেকো প্রিয় বাংলাদেশ (দেশে যখন ছিলাম কাজ করেছি বিদেশীদের সাথে মাল্টিন্যাশনাল কোম্পানীতে, বর্তমানে প্যারিসে, সংবাদকর্মী) hasem7@জিমেইল.কম ফেসবুক.কম/hasem

হাশেম

আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালবাসো সেই কথাটা জানতে চাই...

হাশেম › বিস্তারিত পোস্টঃ

মেয়ে ভাঙ্গা বাংলায় জানতে চাইলো দুঃখ কষ্ট কি কখনো শেষ হবে!

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৫


দুই মেয়ে এসে bonjour বলে ভাঙ্গা বাংলায় সরাসরি জিজ্ঞেস করলো 'জীবনে দুঃখ, কষ্ট কী কখনো শেষ হবে'? প্রশ্নকর্তা একজন ফরাসী অন্যজনকে এশিয়ান বলে মনে হলো। এমন প্রশ্ন অাগে কেউ অামাকে করেনি। ভাবলাম দুই সুন্দরী এসে দুঃখ কষ্ট জানতে চায়, দিনটা কেমন যাবে কে জানে! অবাক করে দিয়ে বললো অামি বাংলা শিখছি! ইমপ্রেসড হলাম। এরপর একটি কাগজ বের করে mcq টাইপের: হ্যাঁ, না, হয়তো হবে, থেকে তিনটি উ্ত্তরের একটি নিদ্রিষ্ট করে দিতে বললো।

তাকে বুঝিয়ে বললাম দুঃখ-কষ্ট মানুষের জীবনের একটি অংশ এবং এটি থাকবেই। এর মাঝেই আমাদের বেঁচে থাকতে হবে। একটু চুপ থেকে কাগজের ভেতরের লেখাগুলো পড়তে বললো। পরবর্তীতে আমার সাথে অন্য একদিন দেখা করার কথাও জানালো। কথা প্রসঙ্গে জানতে পারি ফরাসীর সাথের মেয়েটি ইন্ডিয়ান। দুজনেই অল্প বাংলা বলতে পারে।

তাদের উদ্দেশ্য ধরতে পারলাম, এবার এড়িয়ে যাবার চেষ্টা করলাম। বোঝা গেলো তারা বাংলা ভাষা শিখে খ্রীষ্ট ধর্ম প্রচার করছে। বাংলাদেশীদের টার্গেট করে বাংলায় লিফলে্ট প্রচার করছে সুন্দরীরা। কনভার্ট করেছে তেমন সংখ্যা নগন্য, বেশিরভাগ ক্ষেত্রে তারা ব্যর্থ...

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.