নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালবাসো সেই কথাটা জানতে চাই...
ইতালির পত্রিকার হেডলাইন:
'স্তব্ধ নেপলস, বন্দরে পুলিশ মহিলাকে ধর্ষণ করেছে বাঙালি'।
ঘটনার বিবরণে জানা যায় ২০শে অক্টোবর রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে মহিলা পুলিশ অফিসারটি নেপোলি বন্দর এলাকায় পার্ক করা তার গাড়িতে উঠতে যাচ্ছিলেন। এসময় অফিসারটিকে পাথর জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়। এরপর এক অভিবাসী মহিলা পুলিশকে ধর্ষণ করে।
পরে মহিলাটিকে উদ্ধার করে রাজধানী রোম এর ক্যাম্পানিয়া কার্ডারেলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ অভিযান চালিয়ে ভোরে বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে খুনের চেষ্টা এবং যৌন সহিংসতার অভিযোগ করা হয়েছে।
ছবিতে, নাপোলি বন্দর এলাকা।
প্রবাসে বাংলাদেশিদের অনেক সুনাম রয়েছে কারণ তারা কাজে খুবই আন্তরিক এবং বিশ্বস্ত।
কিন্তু কিছু ব্যক্তির অপকর্মে দেশের উপর কলঙ্ক চলে আসে।
সকল প্রবাসীকে মনে রাখতে হবে, সে নিজে দেশের একটি পতাকা বা পাসপোর্ট বহন করছে।
একজন বাংলাদেশি প্রবাসে দেশের প্রতিনিধিত্ব করে,
সুতরাং এমন কিছু করা যাবেনা, যা দেশের উপর কালিমা লেপন করে।
২১ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৮
হাশেম বলেছেন:
২| ২১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: একটা জোক মনে পড়লো। ব্লগে আরও কয়েকবার বলেছি। অফ টপিক হলে দুঃখিত;
দারোগা আর তার সাথে একজন মেয়ে কনস্টেবল এক চোরের পিছনে দৌড়াচ্ছে। এক সময় মেয়ে কনস্টেবল চোরটাকে ধরে ফেলে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। কিছুক্ষণ ধরে ধ্বস্তাধস্তি চলছে চোরের সাথে। দারোগা সাহেব একটু পিছনে ছিলেন। উনি এসে নারী কনস্টেবলকে বলছে তুমি চোরটাকে ছাড়ছ না কেন। নারী কনস্টেবল বলছে স্যার চোরকে তো আমি ছাইরা দিসি কিন্তু চোরতো আমারে ছাড়ে না।
যাই হোক ধর্ষণ অনেক বড় অন্যায়। নারীর উপর নির্যাতন এবং দেশের ভাবমূর্তি নষ্ট করছে।এই ধরণের ঘটনার বিচার হওয়া উচিত।
২১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৮
হাশেম বলেছেন: ছেলেটির নামের আদ্যাক্ষর JM, বয়স ২৩ বছর। ইতালিতে তার বৈধতা নাই এবং থাকার জায়গাও নাই। পুলিশের কাছে নাকি স্বীকার করেছে সে ই ধর্ষক।
৩| ২১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২৪
শেরজা তপন বলেছেন: ধর্ষকের আবার কোন দেশ-জাতি আছে নাকি!! যারা প্রতিনিয়ত নিজেদের দেশ ও জাতিকে ধর্ষন করছে তাদের কাছে দেশের প্রতি কিসের মমত্ববোধ।
৪| ২১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৯
সোনাগাজী বলেছেন:
কি পরিমাণ বাংগালী আছে ইতালীতে? মেয়েদের সাথে ঘনিষ্ট সম্পর্ক করা কি অসম্ভব?
২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩০
হাশেম বলেছেন: কয়েক লাখ বাংলাদেশি রয়েছে ইতালিতে। যে ছেলেটি ধর্ষনে অভিযুক্ত তার বয়স ২৩, ইতালিতে সে বৈধতা পায়নি। এই ঘটনাটি গতকাল দেশটির অনেকগুলো গণমাধ্যমে এসেছে।
ইতালির নতুন সরকার অভিবাসীবান্ধব নয়। পুলিশ বলেছে, ছেলেটি দোষ স্বীকার করেছে। সুতরাং এই ঘটনা অবৈধ অভিবাসীদের উপর একটা খারাপ প্রভাব পড়বে।
৫| ২১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫৬
সোনাগাজী বলেছেন:
ঘটনা ঘটলো নেপলস'এ, মহিলা পুলিশকে ভর্তি করা হলো রোমের হাসপাতালে, ব্যাপার কি?
৬| ২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: একজনের জন্য এখন বিপদে পড়বে হাজারে হাজার!
২২ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫৮
হাশেম বলেছেন:
৭| ২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
হাশেম বলেছেন: অনেকগুলো নিউজ হয়েছে, সত্যতা নিজেই যাচাই করুন।
লিংক ১ ➜
লিংক ২ ➜
না বুঝলে গুগলে ট্রান্সলেট করে দেখতে পারবেন।
৮| ২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দেশের বদনামে আরেক মাত্রা যোগ হবার সম্ভাবনায় এগিয়ে দিল এই যুবক !
৯| ২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার কেন যেন মনে হচ্ছে এই অপরাধের পেছনে ছেলেটার কোন একটা প্রতিশোধ কাজ করছে । মানে বলতে চাইছি সে আসলে গায়ের ঝাল মিটিয়েছে । কারণ সে ভবৈধ অভিবাসী বলে তার ওপর একটা আইনি আক্রমণ আসা অস্বাভাবিক নয় তাই সে প্রতিশোধ নিয়েছে হয়তো । আমার বলাটা অপ্রাসঙ্গিক হয়ে থাকলে আমি দুঃখিত !!
২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৩
হাশেম বলেছেন: সে আত্নপক্ষ সমর্থনের সুযোগ পাবে তবে পুলিশ বলছে সে নাকি দোষ স্বীকার করেছে।
১০| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ৮:২২
পদাতিক চৌধুরি বলেছেন: খুবই ন্যাক্কারজনক ঘটনা।দেশে হলেও যে অপরাধের মাত্রা কম তা নয়।বিদেশে বসবাসরত প্রবাসীর বাঙালিদের পক্ষে আরও লজ্জার....
২১ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১৯
হাশেম বলেছেন: এমন ঘটনায়,
প্রবাসী বলে নিজের কাছেই লজ্জা লাগছে।
অপরাধীর সাথে বাংলাদেশের নাম এসেছে সবগুলো সংবাদে।
১১| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: ঐ মহিলা নিশ্চয়ই ইউনিফর্ম পড়া ছিলেন না। পড়া থাকলে এই ঘটনা ঘটত না সম্ভবত।
২১ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১৬
হাশেম বলেছেন: হুম,
ইউনিফর্ম পড়া ছিলেন না, তবে সাথে পিস্তল ছিল।
মাথায় ব্যাথা পাওয়ায় ধস্তাধস্তিতে কুলিয়ে উঠতে পারেনি।
১২| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।
১৩| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: বুঝতেই পারছি বিদেশে থেকে আপনাদের অবস্থা। সত্যিই খুবই খারাপ লাগার কথা।
২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৯
হাশেম বলেছেন:
১৪| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২৪
নিমো বলেছেন: মুরগি খোঁয়াড়ে না থেকে গেছে পুলিশগিরি করতে, তাও আবার ইউনিফর্ম ছাড়া। শিয়াল তার উপর বাংলাদেশি, দিয়েছে...
২২ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৪৭
হাশেম বলেছেন: পুরনো কথা মনে হলো,
২০১৫ সালে প্যারিসে যখন ভয়াবহ সন্ত্রাসী ঘটনা হয়, পরদিন সকালে সংবাদ সংগ্রহে একটি ঘটনাস্থল গেলাম। স্তব্ধ প্যারিসের সড়কে সেদিন যান চলাচল কম ছিল কিন্তু রাস্তায় ইউনিফর্ম পড়া পুলিশ বা পুলিশ লেখা গাড়ি দেখতে পাচ্ছিলাম না বলে অবাক হলাম।
ভেবেছিলাম সাইরেন বাজিয়ে বিভিন্ন ধরনের নিরাপত্তাবাহিনী শহর তছনছ করে ফেলবে। কিন্তু তেমনটা হয়নি, কারণ তখনো মোষ্ট ওয়ান্টেড সন্ত্রাসীরা ধরা পড়েনি। এজন্য পুলিশের দল সিভিল ড্রেসে সাধারন মানুষের মধ্যে মিশে গিয়েছে।
এসব দেশের নিরাপত্তা বাহিনীর ইউনিফর্ম সবসময় থাকেনা।
ঘটনার সময় মহিলাটি পুলিশগিরি করতে যায়নি, ডিউটি শেষ করে ঘরে ফেরার জন্য নিজের গাড়িতে উঠতে যাচ্ছিলেন।
১৫| ২২ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪২
মিরোরডডল বলেছেন:
একজন বাংলাদেশি প্রবাসে দেশের প্রতিনিধিত্ব করে,
কথা সত্যি ।
প্রবাসে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি ।
বাংলাদেশীদের ভালো কাজে যেমন আমরা গর্বিত হই, খারাপ কাজের জন্য ততটাই লজ্জা পাই আর ছোট হয়ে যাই ।
১৬| ২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার নীচের পাঁচটি লাইনেই সব বলে দেয়া আছে। বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজই করা উচিত নয়।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৬
অপু তানভীর বলেছেন: বাহ, বাঙালি দেখতেছি সব জায়গাতে সুনাম বহন করেই চলেছে !