নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ ! এতটাই সাধারণ যে সাধারণ বললেও ভুল হবে !ভালবাসি ভূত !

মুহাম্মদ হাসিব

আমি খুবই সাধারণ ! এতটাই সাধারণ

মুহাম্মদ হাসিব › বিস্তারিত পোস্টঃ

মাত্র ২০০০ মানুষ মিলে ফিরিয়ে আনতে পারি একটা ছোট্ট শিশুকে...

২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৫


মাত্র ২০০০ মানুষ মিলে ফিরিয়ে আনতে পারি একটা ছোট্ট শিশুকে...

অনেকেই ফোন করছেন, সাজেশন দিচ্ছেন। ধন্যবাদ দিচ্ছি, কিন্তু কোন ভালো আপডেট দিতে পারছি না। স্যরি।ক্যাসপারের অবস্থা এখনো সঙ্গিন। একটা বাচ্চা, একটা অবুঝ বাচ্চা তিলে তিলে মিশে যাচ্ছে, আর আমরা ধরতেই পারছিনা, ওর কী হয়েছে। থেকে থেকে গলার কাছে দলা পাকিয়ে আসছে। পুচকা’টা চট্টগ্রামে, আর আমি ঢাকায় বসে ওর জন্যে কী কিছুই কী করতে পারবো না?

ক্যাসপারকে ঢাকায় আনা প্রয়োজন। যত দ্রুত সম্ভব। কিন্তু অপারেশনের টেবিল থেকে উঠলোই গতকাল রাতে, ঘা এখনো কাঁচা। চট্টগ্রামের ডাক্তাররা বলছেন, অন্তত ৭দিন অপেক্ষা করতেই হবে ঘা শুকানোর জন্যে। কিন্তু ততোদিনে তো ব্লিডিং বন্ধ হবেনা। যে হারে এখনো ব্লাড জমছে পায়ুপথের নলে, পুরো শরীরের রক্ত বের হতে সময় লাগবে মাত্র কটা’দিন।

প্রায় সবাই কনফার্ম করেছেন, রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্যে পিজিতে সবচে ভালো ডাক্তার পাওয়া যাবে। আরেকজন কনফার্ম করলেন, কিন্তু সেখানে সিট নেই, পলিটিক্যাল লিংক ছাড়া সিট হয়না। শিশু হাসপাতাল আর ঢামেক এর কোন ভালো আপডেট পাচ্ছিনা এখনো। সবচে খারাপ কথা, ক্যাসপারের বাবা, অপুর এখনো এতটা সামর্থ্য হয়নি যে হেলিকপ্টারে করে,বা এয়ার চার্টারে করে ছেলেকে উড়িয়ে নিয়ে আসবে এখানে। আর আনার পরে? চিকিৎসা হবে কার সামর্থে? অপু ছোটখাট একটা ব্যবসা করে, এই-ই।

আমি বলতে পারছি না ওর কী হয়েছে, বলতে পারছি না ওর চিকিৎসা কে করবে, এও জানিনা আসলেই ওর রোগটা কেউ ধরতে পারবে কীনা। শুধু এইটুকু নিশ্চিত করে বলতে পারি, ক্যাসপারের ছোট্ট শরীরের ক্ষুদ্রতম জীবনকণাগুলো বেরিয়ে যাচ্ছে অকাতরে। আমরা কী পারিনা সেগুলো ধরে রাখার চেষ্টাটুকু অন্তত করতে? তাই বাস্তব দুনিয়ার সবচে বিচ্ছিরি কিন্তু সবচে জরুরী সাহায্য চাইছি সবার কাছে। আপনি পক্ষে কি কিছু আর্থিক সামর্থ্য পাঠানো সম্ভব? বেশি না, দুহাজার মানুষ অন্তত ১০০০ টাকা করে দিলেই হয়তো ওকে বাইরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা অন্তত করা যাবে। ১৬কোটি মানুষের দেশে মাত্র ২০০০ মানুষ মিলে কী একটা চেষ্টা করতে পারি না? পারি না একটা ফাইট দিতে?

সাহায্য পাঠাতে চাইলে অপুর অ্যাকাউন্ট নম্বর :

Account Name: MD TOFAJJAL HOSSAIN
Account Number: 102-101-155-656
Dutch Bangla Bank Limited

আপনি সমর্থ্য হতে নাই পারেন। আপনার পাশের মানুষটি হয়তো পারবে। তাকে জানান অন্তত বিষয়টি। প্লিজ। আসুন না একটা ছোট্ট ভুতকে বাঁচাই। প্লিজ এগিয়ে আসুন। একটু ভালোবাসা বোধহয় একটা অবুঝ শিশু পেতেই পারে।

বলুন না, খুব কী গায়ে লাগবে ২০০০ মানুষ মিলে ১০০০ টাকা করে দেয়ার ব্যথা?
ক্যাসপারের চাইতেও বেশি?

From- Khadija Falguni,

Post by- Mohammad hasib

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৪

ফয়সল নোই বলেছেন: শিশুটির চট্টগ্রামে ঠিকানা কি? বা এমন কেউ , যার সঙ্গে যোগাযোগ করা যায়, যিনি বিস্তারিত জানেন ।
পোস্টের জন্য অনেক ধন্যবাদ।

২| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৬

মুহাম্মদ হাসিব বলেছেন: Click This Link

যাহার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহার লিঙ্ক দেওয়া হল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.