নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারণ ! এতটাই সাধারণ
"যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে
হবে হবে দেখা দেখা হবে বিজয়ে"
আমরা গত বছর স্টার কাবারে ৩৬৫ জন বাচ্চাকে ভরপেট মাংস পোলাও খাইয়েছিলাম। যে বাচ্চারা স্টার কাবাবের সামনে দাঁড়িয়ে এক টুকরো হাড্ডি ভিক্ষা চাইতো, তারা গিয়ে বসেছিলো শীতাতাপ নিয়ন্ত্রিত টেবিলে। বেয়ারারা এসে বিনয়ের সাথে বলেছে, স্যার কি খাবেন?
তারপর তাদের পছন্দ মতো খাবার, পানীয় দেয়া হয়েছে।
খাবারের ফাঁকে ফাঁকে ছিলো সিসিমপুরের কার্টুন প্রদর্শনী।
এইসব ছবি কোনো দিন ফেসবুক কিংবা পত্রিকায় ছাপিয়ে আমরা মানবতাবাদী সাজতে চাইনি। আজ বাধ্য হয়ে ছবিগুলো এক বছর পর ফেসবুকে প্রকাশ করলাম।
এই আয়োজনের দুই নিবেদিতপ্রাণ এবং মূল কর্মী , যারা সারাজীবন বাচ্চাদের নিয়ে কাজ করেছে আরিফ আরিয়ান আর জাকিয়া সহ আরো কয়েকজনকে পুলিশী রিমান্ডে। তারা নাকি শিশু পাঁচারকারী। এই দুঃখ আমি/আমরা কোথায় রাখবো?
তাদের দোষ কি......?
তারা রাস্তায় ঘুরে বেড়ানো পরিচয়হীন শিশুদের সেল্টার দিত, শিক্ষা (অবশ্যই ভ্যাট ছাড়া), চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্র দিত। এটাই তাদের দোষ!!!!!!
পুলিশ প্রসাশনে কিংবা মিডিয়ায় কেউ কি নেই আমাদের কথা শোনার?
ইজ দেয়ার এনিবডি?
পোস্ট টি দিতে সাহায্য করেছেন আমার বন্ধু Mahmudul Hasan
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৭
চাঁদগাজী বলেছেন:
ভালো কাজ করেছেন।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেনো তারা রিমান্ডে?
কয়েকদিন আগে যে শিশুদের উদ্ধার করা হলো আপনি কি সেই ঘটনার কথা বলছেন?
প্রকৃত সত্যটি আসলে কি?