নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ ! এতটাই সাধারণ যে সাধারণ বললেও ভুল হবে !ভালবাসি ভূত !

মুহাম্মদ হাসিব

আমি খুবই সাধারণ ! এতটাই সাধারণ

মুহাম্মদ হাসিব › বিস্তারিত পোস্টঃ

বন্যায় দেশের এই সংকটের সুযোগ নিতে চাচ্ছে কিছু সুবিধাবাদী

২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৮

আনসার সদস্যরা রাস্তা আটকে বিক্ষোভ করতেছে,

পল্লী বিদ্যুত অফিসের কর্মচারীরা ঘোষণা দিছে, দাবি না মানলে তারা গণছূটিতে যাবে। বিদ্যুত সাপ্লাই বন্ধ করে দেবে।
এই পরিস্থিতিতে যেখানে রিকশাওয়ালা থেকে শুরু করে ১২ বছরের বাচ্চাও দেশের জন্য নিজের মাটির ব্যাংক দিয়ে দিতেসে, সেই সময় এসব সরকারি কর্মচারীদের এই লেভেলের অসহযোগিতা কোনভাবেই গ্রহণযোগ্য না।

এরা যে দেশের শত্রু, দেশের জন্য এদের মধ্যে কোন মায়া মমতা নাই, এটা এরা আগের সরকারের সময় যেমন প্রমাণ করেছে, এখনও সেটাই প্রমাণ করতেছে।
এবং স্বল্পমেয়াদে আর যাই হোক, দীর্ঘমেয়াদে এদের দায়িত্বে রেখে দেশ আগাইতে পারবে না। এরা আগাইতে দেবেও না।
জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভাতা নেওয়া এসব সরকারি বাহিনী যদি জনগণের বিরুদ্ধে যাইয়াই অবস্থান নেয় সবসময়, তাহলে এদের দিয়ে আমাদের কাজ কী?

এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন, তারা জাতির শত্রু।


মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৭

রাজীব বলেছেন: তাদের কোন দোষ নেই। ছাত্ররা যে অসহযোগের ডাক দিয়েছিলো সেটি তারা একটু দেরীতে শুনেছে। গন্ডারের চামড়া তো তাই বুঝতে দেরী হয়েছে।

২| ২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৮

অস্বাধীন মানুষ বলেছেন: এই লোকগুলোর এই দেশের মাটিতে আগে বিচার হওয়ার জোর দাবী জানাচ্ছি।
এরাই হচ্ছে বাংলাদেশের আসল কালপিট ।

৩| ২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: নিজের স্বার্থ ছাড়া এরা কিছুই বুঝে না
স্বার্থপরের দল

৪| ২৫ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: '' স্বার্থপরের মত চাওয়া,প্রতিশ্রুতি ভুলে যাওয়া " - এটাই আমাদের আসল বৈশিষ্ঠ্য ।

সুতরাং --------------

৫| ২৫ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

আলামিন১০৪ বলেছেন: সহমত

৬| ২৫ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

নাহল তরকারি বলেছেন: সব প্রতিষ্ঠানেরই সংস্কার করা হবে। সবার বেতন ভাতা বাড়ানো হবে। সবার ধৈর্য্য থাকতে হবে।

৭| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১০:২১

ইফতেখার ভূইয়া বলেছেন: হাসিনা পরবর্তী সময়ে এখন যারা আন্দোলন করে সরকারের কাছে দাবী-দাওয়া নিয়ে আসছেন এদের বেশীরভাগই সুযোগ সন্ধানী। যখন হাসিনা ছিলো তখন কোথায় ছিলো এরা? এরা সবাই জনগণের শত্রু।

৮| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১১

কামাল১৮ বলেছেন: ছাত্ররা আন্দোলন করে যখন তাদের দাবি আদায় করে নিয়েছে,তাই সবাই আন্দোলন করে তাদের দাবি আদায় করে নিতে চায়। এটা খারাপ কিছু না।আজকে দেখলাম আনসাররাও আন্দোলনে নেমেছে।

৯| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১:১২

গোবিন্দলগোবেচারা বলেছেন: র আর আওয়ামী লীগের পেইড কিছু লোক এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত কালপ্রিট গুলোকে গ্রেফতার করে রিমান্ডে নিলে সত্য বের হয়ে আসবে

১০| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৩২

জটিল ভাই বলেছেন:
এরসাথে মনে হয় এই ব্লগের কিছু ব্লগারও জড়িত :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.