নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ ! এতটাই সাধারণ যে সাধারণ বললেও ভুল হবে !ভালবাসি ভূত !

মুহাম্মদ হাসিব

আমি খুবই সাধারণ ! এতটাই সাধারণ

মুহাম্মদ হাসিব › বিস্তারিত পোস্টঃ

এ দেশ আপনার আমার সবার

২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৪

এ দেশ আপনার আমার সবার, আপনার যতটুকু অধিকার আমারও এখই অধিকার, আমরা নিজেরা যদি নিজেদের মধ্যে বিভেদ তৈরী করি, অস্থিতিশীলতা তৈরী করি, তাহলে দিন শেষে ক্ষতি আমাদেরই,

আর লাভবান হবে অন্য একটি পক্ষ, যারা চায় আমাদের মধ্যে অশান্তি, বিভেদ, বৈশ্যম্য তৈরী হউক, আর এইটার ফায়দা তারা নিতে চাচ্ছে,

আবেগে হোক আর রাগের মাথায় হউক এই যে যা তা একজনকে বলছি, এর ফলে তার মনের মধ্যে ওই একজনের কারণে সবার প্রতি ক্ষোভ আর ঘৃণা যে তৈরী হয়, সেটা দূর করা অনেক কষ্ট,

বাহিরে যখন বের হই, তখন কি তার গায়ে, তার কপালে লেখা থাকে সে হিন্দু নাকি মুসলমান, নাকি বৌদ্ধ, নাকি খ্রিষ্টান,
হটাৎ করে একটা অপরিচিত মানুষ বিপদে পড়লো আর আমরা যখন সাহায্য করতে যাই তখন ত ধর্মের ইস্যু আসেনা,

এইযে একটা আন্দোলন বিপ্লব হলো সেখানে সবাই অংশগ্রহণ করেছে, সেখানে ত ধর্মের ইস্যু আসেনাই সম্প্রদায়ের ইস্যু আসেনাই, এই আন্দোলন এ হাজার এর উপর মানুষ শহীদ হয়েছেন, আহত দের তো হিসাবের বাহিরে, এখনো সম্পূর্ণ তথ্য নেই,
গত ১৯শে জুলাই আমিও অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম, কিন্তু যে ভাইরা শহীদ হয়েছেন তাদের পরিবারের কথা আমরা কি জেনেছি কি অবস্থা,

এখন কিছু মানুষ রয়েছে যারা উস্কানি মূলক কথা, যারা গুজব ছড়ায়, আর কিছু নতুন সুশীল সমাজ তৈরী হয়েছে, যারা নানা বিভ্রান্তি তৈরী করে, এরা দেশের কোন উপকারে আসেনা, এদের কথা শুনছেন মানে গেছেন একেবারে,
সবাই সব কিছু জানেন বুঝেন, বিস্তারিত ভেঙে বলার ত দরকার নাই, পরিশেষে কথা একটাই নিজের ঘরে অশান্তি করে আমি যদি বাহিরের মানুষকে কথা বলার সুযোগ দেই তাহলে সেটা সে পরিপূর্ণ ভাবে আদায় করবে, আর আপনার শেষ দেখে ছাড়বে,

এই মুহূর্তে যাই করবেন সবারই ক্ষতি হবে,
এই বিদাভেদ ভুলে আসুন সবাই একসাথে থাকি।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১০

সা-জ বলেছেন: ঐক্য প্রয়োজন। কে সেই ঐক্যের ভিত রচনা করবেন।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩১

অস্বাধীন মানুষ বলেছেন: দেশের একাংশ মানুষ এখন অমানুষ ও নরপিশাচ নরখাদক হয়ে গেছে।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫২

আজব লিংকন বলেছেন: একপক্ষ নয় এখন বহু পক্ষই লাভবান হতে চাইছে। সবাই নিজ নিজ ফায়দা এবং এজেন্ডা বাস্তবায়নে মাতোয়ারা। তাদের ভালো কথার বুঝ দিয়ে কোন লাভ নেই।

এখনো সঠিক ভাবে আইন প্রয়োগ ও ব্যবস্থাপনা করা যাচ্ছে না বলেই আমাদের এসব অসঙ্গতি দেখতে হচ্ছে।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৮

বিদ্রোহী পুরুষ বলেছেন: এই আন্দোলনের পরেই আমাদের মধ্যে স্বৈরাচার আর অন্যায়ের পক্ষে বিপক্ষের মত আলাদা হয়ে গেছে।
এই আন্দোলন সত্য ও মিথ্যার একটা চালনী ছিলো। ফ্যাসিবাদের পক্ষের লোকরা মানসিক ভারসাম্য ঠিক নেই।
তাদের অনেক সময় লাগবে বাস্তবে ফিরে আসতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.