![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ... ভাল্লাগে গল্প করতে আর রিকশায় ঘুরতে.... ব্লগিং অন্যতম সখ... সেই উদ্দেশেই এ প্রচেষ্টা...জটিলতা সবার জীবনেই থাকে... তবুও সেগুলো পাড়ি দিয়ে এক চিলতে সুখের সন্ধানে ঘুরে বেড়াই...
পরীক্ষার পর প্রায় এক মাসের এক বিশাল ছুটি পেয়েছিলাম । ঢাকার যান্ত্রিকতা আর ভাল লাগছিল না । আম্মু বলল নানা বাড়িতে ঘুরে আয় । কোনও কাজও তেমন ছিল না বিধায় ভাবলাম আইডিয়াটা মন্দ না । নানা বাড়িতে প্রায় এক সপ্তাহ ছিলাম । গ্রামে নেট কানেকশন তেমন ভাল না । কিন্তু তা তেমন লাগে না । ঘুরতে ঘুরতে টাইম ঠিকই পাস হয় । ঢাকাতে ঘুরার জায়গা থাকে, কিন্তু ওতটা আন্তরিক লাগে না ।
যাই হোক । এক সপ্তাহ পর ফিরে আসার পালা । আসার সময় নানাভাইকেও সাথে নিয়ে আসলাম । মামা সকালের ট্রিপের টিকেট যোগার করে দিলেন । নানাবাড়ি রংপুরে । ঢাকা আর রংপুরের রাস্তা তখন একদম নাজেহাল অবস্থা । এইজন্যে আমি সাধারনত রাতের ট্রিপে যাতায়াত করি । কিন্তু এইবার ?? ঝাঁকি-ঝুঁকিতে আমার অবস্থা পুরা পাংচার ... (
) ।
শেষ পর্যন্ত বাস একটা রেস্টুরেন্টের সামনে এসে থামল । ২০ মিনিটের যাত্রা বিরতি । আমি সাধারনত নামি না । নানাভাই নামলেন হালকা হতে । আমি বাসেই বসেছিলাম । জানালা দিয়ে হালকা বাতাস আসছিল । হঠাৎ একটা বাস আসল আমাদের বাসের সামনেই । বাসটা ঢাকা থেকে হয়তো ফিরছে । আমাদের সামনে বিপরীতমুখী করে থামল বাসটি । সামনের ধানক্ষেতের দিকে তাকিয়ে ছিলাম । বাসটা ভিউ পুরা ব্লক করে দিল । কি আর করার...
হঠাৎ করে দেখি বাসের ঠিক মাঝামাঝি সিটের দিকে একটা বোরকা পরা মেয়ে । কিছুক্ষন পর মুখের নেকাবটা খুলল । সাড়া চোখে মুখে ক্লান্তির স্পষ্ট ছাপ । ধবধবে ফর্শা গড়নের মেয়েটি । কিছুক্ষন একনজরে তাকিয়ে ছিলাম । একটু পড়ে দেখলাম আমাদের বাসের দিকে তাকাতে যাচ্ছে । তাড়াতাড়ি নিজের নজর ঘুরিয়ে বাসের ভিতরে নিয়ে আসলাম । এদিকে দেখি বাস প্রায় ছেড়ে দিচ্ছে । নানাভাইও একটা বার্গার নিয়ে পাশে এসে বসলেন । আমি বার্গারটা মুখে পুরলাম । বাস চলতে শুরু করল । আরেকটা পলক দেখার জন্যে তাকালাম । দেখলাম এখনও রূপসী নামেনি । হঠাৎ করে আমার দিকেই তাকাল । মনে হয় জাস্ট এক মিলিসেকেন্ডের একটা চোখাচোখি ।
হাহ... নাম-ধাম কিচ্ছু জানা হলনা সেই মনহরিণীর...
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
অশান্ত কাব্য বলেছেন: কথা বলেন ভাই । এমোতে সব বুঝা যায় না...
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
রিজাল কবির বলেছেন: শুভ মামা, তুমি???
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
অশান্ত কাব্য বলেছেন: আররই ... রিজাল ... তোরেই তো খুজতাসি...
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
কামরুল ইসলাম রুবেল বলেছেন:
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
অশান্ত কাব্য বলেছেন: কামরুল ভাই ... মন খারাপ কেন ??
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ধুর মিয়া এট্টা ফুডু তুলতেন আর এইহানে আমরাও দেক্তাম। দেক্তে না পাইরা মন খারাপ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
অশান্ত কাব্য বলেছেন: ভাই তখন যে এইটা মাথায় ছিল না । আর তখন আমার মাল্টিমিডিয়া সেটও ছিল না আমার ...
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
ফারজানা শিরিন বলেছেন:
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১০
অশান্ত কাব্য বলেছেন: শিরিন আপু । এইভাবে হাইসেন না । সবারই তো ফিলিংস বইলা একটা কথা থাকে... :#> :!> :#>
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
খুকুমনি বলেছেন: আমাকে দেক্লেন না তো আবার
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
অশান্ত কাব্য বলেছেন:
কি যে বলেন না ...
আপনার তো কোনও ছবিই দেখলাম না । আর ওই মনহরিণীর চেহারাটাও ভুলে গেসি । কতদিন আর মনে থাকে বলেন ??
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
রিজাল কবির বলেছেন: তোর লগে আলাপ আসে। তোর এক্সাম এর পর সেশন দেয়া লাগবো তোরে...
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
অশান্ত কাব্য বলেছেন: ওয়াও !! আপনার সময় হবে তো ??? এইটা তো আমার সৌভাগ্য ...
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
লোনলিফাইটার বলেছেন:
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮
অশান্ত কাব্য বলেছেন:
লোনলিফাইটার ভাই । আপনারে প্রায়ই দেখি । কিন্তু আর কথা কওয়া হয় না । ভাল আছেন ??
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৯
লোনলিফাইটার বলেছেন: আমি ভালো ব্রো ।তুমি ভালো আছো?আমাকে প্রায় কোথায় দেখো ব্রো?
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩
অশান্ত কাব্য বলেছেন: এইতো আছি কোনরকম অনলাইনে দেখি । আমার নামের এক দুই সারি উপরেই ।
১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
অহন_৮০ বলেছেন:
আহা রে ..............
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
অশান্ত কাব্য বলেছেন:
১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
অশান্ত কাব্য বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
সুলাইমান হাসান বলেছেন: