![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ... ভাল্লাগে গল্প করতে আর রিকশায় ঘুরতে.... ব্লগিং অন্যতম সখ... সেই উদ্দেশেই এ প্রচেষ্টা...জটিলতা সবার জীবনেই থাকে... তবুও সেগুলো পাড়ি দিয়ে এক চিলতে সুখের সন্ধানে ঘুরে বেড়াই...
টরেন্ট ফাইল ডাউনলোড করতে অনেকে µTorrent, bit torrent, bitcommet ইত্যাদি ব্যবহার করেন। অধিকাংশ সময় দেখা যায় ডাউনলোড স্পীড অনেক কমে যায়। কিছু কিছু অনেক দ্রুত হলেও বেশিরভাগ টরেন্ট এ ঝামেলা হয়। ডাউনলোড স্পীড প্রায় অর্ধেক হয়ে যায়। তাই অনেকে স্পীড বাড়ানোর জন্য CheatEngine নামে একটি সফটওয়্যার এর আশ্রয় নেয়। আমিও প্রথম প্রথম এই কাজটিই করেছিলাম, কিন্তু পরে আমি বুঝতে পারলাম এতে কাজ করে ঠিকি কিন্তু আশানুরুপ নয়। কিন্তু I.D.M দিয়ে টরেন্ট ডাউনলোড করার পর বুঝতে পারলাম আসল মজা। ডাউনলোড হয় সবচেয়ে দ্রুত গতিতে। ডাউনলোড করাও অনেক সহজ।
আসুন দেখি কীভাবে Torrent ফাইল ডাউনলোড করা যায় I.D.M এর সাহায্যে। (প্রসেসিং দেখতে অনেক বেশি মনে হলে কী হবে করে দেখুন খুব সহজ। আশা করছি একবারেই পারবেন সবাই)
১. প্রথমে Zbigz.com এ যান।
২. একটা ফ্রী অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট খোলা খুবি সহজ। শুধু email id আর password দিন। ব্যাস তৈরি হয়ে গেল আপনার অ্যাকাউন্ট।
৩. এখন আপনি Torrent সার্চ ইঞ্জিন থেকে আপনার পছন্দের torrent নির্বচন করুন যেটা আপনি ডাউনলোড করতে চান।
৪. আপনার পছন্দের টরেন্ট ডাউনলোড করুন।
৫. এখন Zbigz.com এ যান যেখান থেকে অ্যাকাউন্ট খুলেছিলেন।
৬. এখন দেখবেন নিচের মত একটা বক্স আসবে। upload বাটনে ক্লিক করে আপনার টরেন্ট ফাইলটি আপ্লোড করুন। এবং Go তে ক্লিক করুন।
৭. নিচের ছবির মত আপনার ডাউনলোড ফাইলটি আসবে এবং পাশে ডাউনলোড অপশন থাকবে। Download এ ক্লিক করুন।
৮. এরপরে Free Download এ ক্লিক করুন ।
কিছুক্ষনের মধ্যেই আপনার ডাউনলোড শুরু হবে। হ্যা অবশ্যই I.D.M এর সাহায্যে। তো সবচেয়ে দ্রুততার সাথে টরেন্ট ডাউনলোড করুন। আশা করছি খুব একটা কঠিন হবে না এভাবে ডাউনলোড করতে।
( ধন্যবাদ পোস্টটি পড়ার জন্যে )
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
অশান্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ।
২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
বইয়ের পোকা বলেছেন: আইডি না খুলেও ব্যবহার করা যায় এই সাইট।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
অশান্ত কাব্য বলেছেন: ঐ আচ্ছা । এইটা জানতাম না । আমি প্রথমে আইডি খুলেই ডাউনলোড করেছিলাম ।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
জগাখিচুড়ি! বলেছেন: এতো ঝামেলা না করে সরাসরি http://bitcq.com তে গিয়ে Search দিন আর Z চিন্হ থেকে সরাসরি IDM এ ডাউনলোড করুন।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
অশান্ত কাব্য বলেছেন: জিনিসটা ইন্টারেস্টিং । আরেকটু বুঝিয়ে বলবেন অলিজ যদি পারেন ।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
জগাখিচুড়ি! বলেছেন: মোটামুটি অনেক কিছু লিখতে হবে। আজ আর লিখতে পারছি না। Sorry.
That's very easy. You try to do.
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
অশান্ত কাব্য বলেছেন: ওকে অবশ্যই ট্রাই করব । এটা নিয়া একটা ব্লগ লিখতে পারেন ... উপকার হবে ।
ধন্যবাদ
৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কত চেষ্টা করলাম। টরেন্ট থেকে কিছু নামাইতে পারলাম না।
আমার চেয়ে বেক্কল বোধ হয় আর নাই। কি বলেন?
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০
অশান্ত কাব্য বলেছেন: নিরাশ হইয়েন না এত আগেই । এইরকম আরও কিছু মেথড আছে । এগুলোতে ট্রাই করে দেখেন । হবে আশা করি ।
৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
পুলক ঢালী বলেছেন: ভাই জগাখিচুরী কষ্ট করে একটা পোষ্ট দিন অথবা এই ব্লগেই ডিটেইল কমেন্ট করুন অনেকে উপকৃত হবে আশা করি ধন্যবাদ ।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০
অশান্ত কাব্য বলেছেন: আসলেই । আমি সহমত... জগাখিচুরি ভাই ।
৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
এম এম হোসাইন বলেছেন: +++++++++++++
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
অশান্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ।
৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৬
আগুনপক্ষী বলেছেন: http://Www.furk.net এই সাইট দিয়ে মিডিয়াফায়ার এর গতিতে with IMDB টরেন্ট নামাতে পারবেন! আর বেশিরভাগ টরেন্ট আপলোড হতে সময় লাগে 1 সেকেন্ড কারণ অনি ইউসার রা আগেই আপলোড করে রেখেছেন! আর যেসব টরেন্ট আগে আপলোড করা ছিলনা সেগুলো zbigz এর মত আপলোড হবে কিন্তু ডাউনলোড হবে মিডিয়াফায়ার এর গতিতে!
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭
অশান্ত কাব্য বলেছেন: সাইটটি দেখব অবশ্যই । ধন্যবাদ । মাঝে মাঝে Zbigz ডাউন থাকে । আশা করি তখন হেল্প করবে ।
৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৬
আগুনপক্ষী বলেছেন: আরে ভাই আপনি এখনো zbigz কে furk.net এর আগে বিবেচনা করছেন? furk.net এর তুলনামূলক সুবিধা দেখুনঃ
১) furk.net দিয়ে আপলোড দিয়ে রাখলে আপনার কম্পিউটার চালিয়ে রাখারও কোন দরকার নাই! আজ আপলোড দিয়ে পিসি অফ করে ঘুমান আর কাল ডাউনলোড করুন। পক্ষান্তরে zbigz দিয়ে আপলোডের সময় পিসি তো চালানো থাকা লাগবেই এমনকি আপনার ব্রাউজারটাও চালানো থাকা লাগবে!
২) furk.net এ বেশীরভাগ ক্ষেত্রেই আপলোড হতে মাত্র ১ সেকেন্ড সময় লাগে কারন, একটা মুভি আজ যদি আপনি ১ ঘন্টা ধরে আপলোড করে রাখেন তাহলে আপনার আপলোডের একটু পরেই আমি আপলোড করতে গেলে নতুন করে আমার আর ১ ঘন্টা লাগবেনা, আমি অটোমেটিক ১ সেকেন্ডেই আপনারটা পেয়ে যাব। দুনিয়া জুড়ে আপলোডাররা ম্যাক্সিমাম মুভি অলরেডি আপলোড করে রেখেছে আপনি তাই শুধু ডাউনলোড করা শুরু করুন! আর zbigz দিয়ে আপনাকে প্রতিবারই বাধ্যতামূলকভাবে আপলোড করতে হবে!
৩) furk.net এ আপনি ডাউনলোডের সময় পাবেন সর্বোচ্চ স্পীড। পক্ষান্তরে zbigz দিয়ে লিমিটেড স্পীডে ডাউনলোড করা যায়!
আশা করি furk.net একবার ব্যাবহার করলে zbigz এর নামই ভুলে যাবেন!
১০| ২১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৭
আগুনপক্ষী বলেছেন: আসলে ভাই বিদেশে থাকিতো তাই furk.net এ ডাউনলোডের সময় ফ্রী একাউন্ট থেকেও ১ থেকে ২ mbps স্পীড পাই। আর zbigz এ পাই মাত্র ১৫০ kbps. আপনার ১৫০ kbps এর বেশী স্পীড না থাকলে furk.net এর মজাটা আপনি বুঝতে পারবেন না।
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
অশান্ত কাব্য বলেছেন: আসলে সাইটটার নাম আগে শুনি নাই তো তাই তেমন জানি না । আপনাকে ধন্যবাদ ... এখন থেকে এতাই ইউজ করে দেখব ।
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
অশান্ত কাব্য বলেছেন: সাইটটা জোস। আসলেই এক সেকেন্ডে আপলোড হয় । কিন্তু নামাইতে পারতেসিনা । এই লিখা দেখায় ।
Your IP address has been changed since the link was generated. Try again or upgrade to premuium
কোনও সলুশন কি দিতে পারবেন প্লিজ ??
১১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩
পুলক ঢালী বলেছেন: আপনাদের তুলনায় আমি দেখি মহা বুদ্ধু কোন কিছু ডাউনলোড করতে হলে আবার আপলোড করতে হবে কোনটা ? সেটা কোথা থেকে কোথায় আপলোড করতে হবে ? তারপর আবার ডাউনলোড করবো কোথ্থেকে ? পুরাই আউলা ঝাউলা মাথা নষ্ট ।
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
অশান্ত কাব্য বলেছেন: ওতটা কঠিন না আসলে । আপলোড দিতে হয় শুধু টরেন্ট ফাইলটা । এরপরে ডাউনলোড করতে হয় মেইন ফাইল । এই যা । একবার ট্রাই করলে আপনিও পারবেন ।
১২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
পুলক ঢালী বলেছেন: ভাই আমি এ ব্যপারে একেবারেই বকলম । ধরুন Sound of the music মুভিটা আমি টরেন্টের মাধ্যমে নামাতে চাই এখন টরেন্ট ফাইল কোনটি এবং মেইন ফাইল কোনটি দয়া করে উদাহরন সহকারে বুঝাইয়া দিন । অনেকে নিশ্চয়ই ইতিমধ্যে হাসাহাসি শুরু করে দিয়েছেন তবে শেখার ক্ষেত্রে আমি নির্লজ্জ । ধন্যবাদ ।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
অশান্ত কাব্য বলেছেন: এর ক্ষেত্রে আপনি যখন Download Torrent বা Get Torrent এ ক্লিক করবেন তখন একটা ছোট্ট ফাইল নামবে । ওইটা হল টরেন্ট ফাইল । যা ওপেন করলে µTorrent ডাউনলোড শুরু করে । কিন্তু আপনি তা ওপেন করবেন না । ওইটা আপনি এইরকম সাইটে আপলোড করবেন । তখন ঐ সার্ভার ওইটা মানে মুভিটা তাদের সাইটে ডাউনলোড করে । পরে আপনি ঐ সাইট থেকে যেই মুভি সেইটা ডাউনলোড করবেন । এই ছবিটা দেখুন ...
আশা করি বুঝবেন । আর এরপরেও সমস্যা হলে বলবেন । চেষ্টা করব সল্ভ করার ।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
অশান্ত কাব্য বলেছেন: আমি টরেন্টটি এই সাইট থেকে নামানো দেখেইছি । কিন্তু অন্যান্য সাইটেও প্রসিডিউর সেইম।
The Sound of Music
১৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭
আগুনপক্ষী বলেছেন: আপনি কি কোন হাইড আইপি সফটওয়্যার ব্যাবহার করেন? সেক্ষেত্রে এমন মেসেজ আসতে পারে। ওটা ডিসএবল করে দেখুন। এছাড়া অনেক সময় পিসির ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট করে রিকানেক্ট করলে আইপি চেঞ্জ হয়ে যায়, আপনি হয়তো তেমন কিছুই করেছেন। নতুন করে আরেকবার ডাউনলোড লিঙ্ক কপি করে দেখুন।
ডাউনলোড হলে একটি পরামর্শ। ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করলে ডট রার ফাইল হিসেবে ডাউনলোড হয়, যা মাঝে মাঝে এক্সট্রাক্ট করা যায়না। তাই ডাউনলোড বাটনে ক্লিক না করে বরং ডানকোনায় নিচে প্রতিটি ফাইল আলাদা দেয়া আছে, সেখান থেকে শুধু মুভি ফাইলটা ক্লিক করে ডাউনলোড করুন।
হ্যাপি ডাউনলোড।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৩
অশান্ত কাব্য বলেছেন: সাবধান করার জন্যে থ্যাংকস । এইরকম ধরা একবার খাইসিলাম । 700 mb এক্সট্রাক্ট হয় নাই । কি যে কষ্ট পাইসিলাম ।
১৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
পুলক ঢালী বলেছেন: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ । Furk.net এ registration করতে বলে এখানে ইনভাইট কোড কি হবে ? কোন রেফারেন্স ? সেটা কোথায় পাওয়া যাবে ? কেউ আমাকে আমন্ত্রন জনালে ?
২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
অশান্ত কাব্য বলেছেন: আসলে আমিও এইটা খুঁজে পাই নাই । এখনও Zbigz.com ই ব্যবহার করছি...
১৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬
অশান্ত পৃথিবী বলেছেন: পুলক ঢালী বলেছেন: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ । Furk.net এ registration করতে বলে এখানে ইনভাইট কোড কি হবে ? কোন রেফারেন্স ? সেটা কোথায় পাওয়া যাবে ? কেউ আমাকে আমন্ত্রন জনালে
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
অশান্ত কাব্য বলেছেন: কিছুই বুঝি নাই অশান্ত পৃথিবী ।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
শামীম ইসলাম বলেছেন: ধন্যবাদ পোস্টটি লেখার জন্যে