নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বিষয়ে অনেক কিছু বলতে পারব হয়তো... কিন্তু নিজের ব্যাপারে কিছু বলতে গেলেই মুখে কিছু আসে না... টাইপ ও কিছু করতে পারি না... -_-

অশান্ত কাব্য

শুভ... ভাল্লাগে গল্প করতে আর রিকশায় ঘুরতে.... ব্লগিং অন্যতম সখ... সেই উদ্দেশেই এ প্রচেষ্টা...জটিলতা সবার জীবনেই থাকে... তবুও সেগুলো পাড়ি দিয়ে এক চিলতে সুখের সন্ধানে ঘুরে বেড়াই...

অশান্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

প্রথম সেই রিকশাসঙ্গিনী... :P:P:P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

দিনটা এখনও ঝাপসা ঝাপসা মনে পরে । তখন নিউ টেনে উঠলাম মাত্র । ছোটবেলা থেকেই বয়েজ স্কুলে বড় হওয়া । সেই সুবাদে মারাত্তক ইন্ট্রোভারটনেস সহজ বাংলায় যাকে বলে লজ্জা সেইটা অতিরিক্ত মাত্রায় ছিল । সবার সাথে দাপিয়ে কথা বলতাম আর কোনও সমবয়সী অথবা কাছাকাছি বয়সী কেও আসলেই একদম ঠাণ্ডা । এই জন্যে নারী সহচার্জ থেকে দূরে থাকার চেষ্টা করতাম । /:)/:)/:)



এত ছিল অকারণে ধানাই পানাই । গল্প শুরু করার আগে অনাবশ্যক আদিখ্যেতা দেখানও লেকচার । এবার আসল কথায় আসি ...



ঢাকার মুটামুটি পপুলার একটা স্কুলে ক্লাস ১০ এ পড়তাম । স্কুল শুরু হত সকাল ৭ টায় । আমি আবার একটু আগেই স্কুলে যাই । ফার্স্ট বয় ছিলাম বলে একটু আঁতেল আঁতেল ভাব ছিল নিজের ভিতর । তাই বাসা থেকে বের হতাম ৬:৩০ এর মধ্যেই । আমার ছোটভাইও আমার স্কুলেই পড়তো । দুই ভাই একসাথেই স্কুলে যেতাম । স্কুল বাসা থেকে তেমন দূরে ছিল না । ১৫ টাকা রিকশাভাড়া ছিল তখন । থাকতাম সরকারি এক কোয়ার্টারে । ত প্রত্যেকদিন সকালেই আম্মু নইলে আব্বু স্কুলে দিয়ে যেত দুই ভাইকে । কোয়ার্টারের গেট থেকে রিকশা প্রায়ই পাওয়া যায় । সেদিন যেন পাওয়াই যাচ্ছিল না । ৬:৪৫...:((:((:((:((:((



মারাত্তক ভয় পাইতেসি । স্যার না জানি কত্ত বোকা দিবে প্যারেডে না গেলে । পাশে একটা আপুও দাড়িয়ে ছিল রিকশার জন্যে । এই বিষয়ে একটা কথা বলে নেই ... আমার ছোটবেলা থেকেই উচ্চতার একটু সমস্যা ছিল । এখন অনেক কষ্টে ৫’৪” এ দাড়িয়ে আছি । তখন আরও আকাল ছিল । দেখে বোঝাই যাইত না যে ১০ এর পোলা । ( :((:((:(()



ফিরে আসি সেই আপুতে । একটা রিকশা আসল । আম্মু ডাকার আগেই আপু রিকশায় উঠে পরল । কি আর করার... ভাবলাম সেইদিন বুঝি আমার আর যাওয়াই হবে না । কিন্তু কি অবাক কাণ্ড... !!!! আপু বলল, “অ্যান্টি...ওরা দুইজন আমার সাথে যাক ?? আমি ওদেরকে স্কুলে নামায় দিবো নে । ” আমি তো লজ্জায় পরে গেলাম । তার পরে ভাবলাম ছোটভাইটাকে সিটে বসাব আর আমি উপরে বসব । তাড়াতাড়ি গিয়ে রিকশায় উঠলাম । ছোটভাইয়ের দিকে তাকালাম । ওমা !!! একি । ও দেখি আমার থেকেও বেশি লজ্জায় কাচুমুচু করতেসে । এদিকে আমি রিকশায় উঠে বসে পরসি । আম্মু আর কি করবে... বলল, “তোমরা যাও । আমি ওকে নিয়া আসতেসি ।” :-*:-*



আমার যা অবস্থা হইসিল তা মনে পড়লে এখনও লজ্জা পায় । যাই হোক... আমার প্রথম নারী রিকশাসঙ্গিনী... অবশ্যই আমার মা খালার পরে... সেই মেয়েটাই । চলার মাঝখানে কারও কোনও কথা নাই ... উনিই প্রথম কথা বললেন, “কোন ক্লাসে পড় ???”

-জি ক্লাস ১০ এ উঠলাম এবার ।



উনি একদম চুপ । কিছুক্ষণ পড় লক্ষ্য করলাম রিকশায় আমাদের মাঝখানে যে পরিমাণ জায়গা তাতে একটু শুকনা টাইপের কেও ভালমত এঁটে যাবে । ( :P ;))



এরপরে আর তেমন মজার কিছুই নাই । স্কুলের সামনে নামিয়ে দিয়ে তিনি নেমে গেলেন । নামও জানা হয় নাই তার । আমাদের কোয়ার্টার এলাকাতেই থাকে... পরে জানতে পারলাম সে আসলে আমার ইয়ারমেট ছিল ।



ছোটভাইটা এবার বৃত্তি পেল । ওর মা তখন বাসায় আসছিলেন । কথা বার্তা বললেন অনেক । জানতে পারলাম সেই মেয়ে নাকি ডি.ইউ তে ঘ ইউনিটে ২৭ তম হইসে । ব্রিলিয়ান্ট বালিকা...

নামতাও শুনসিলাম । বিশ্বাস করেন পোস্টটা লিখার জন্যে নামটা মনে করার চেষ্টা করসি অনেকবার । কিন্তু মনে আর পরল না ... কি আর করার...

নাম না জানা মেধাবী ললনাকে থ্যাংকস । নাইলে সেইদিন ক্লাস করা লাগত না ।

B-)B-)B-)B-):P:P

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: হা হা হা হা হা .... উচ্চতা বিভ্রম!!! :-P

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৬

অশান্ত কাব্য বলেছেন: :D অনেক ছোটকাল থেকেই...

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: Wrong emo* :P :P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

অশান্ত কাব্য বলেছেন: :D :D আসলেই... ঠিক করে দিতেসি... :P :P

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

ব্লগার ইমরান৪৭ বলেছেন: +

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

অশান্ত কাব্য বলেছেন: থ্যাংকস... :D

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

রাসেল ভাই বলেছেন: ভালো্ই তো :>

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

অশান্ত কাব্য বলেছেন: B-)) B-)) B-)) B:-/

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১

সুলাইমান হাসান বলেছেন: :|| :|| :P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

অশান্ত কাব্য বলেছেন: :D

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: একটা পরীক্ষা দিতে গিয়ে রিক্সার জন্য রাস্তায় দাড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি আমার পরিচিত একটা রিক্সা আসছে কিন্তু যাত্রী আমারই ক্লাসমেট যাকে দেখলেই আমার হার্টবিট বেড়ে যেতো।

এদিকে রিক্সাওয়ালার আরো একটা খ্যাপ ছিলো বলে আমার ক্লাসমেটকে আগেই বলেছিল। তাই সে ভেবেছে আমিই যাব। রিক্সাওয়ালাও আমার সামনে এসে দাড়িয়ে পড়ল। ক্লাসমেটের আহ্বান অবশেষে আমাকে দারুণ এক 'জার্নি বাই রিকসা' অভিজ্ঞতা দান করলো।

নানা ধরণের কথা-বার্তার ফাকে আমি শুধু তার লিপস্টিকটা মুছে দিতে চেয়েছিলাম। কিন্তু সে দেয়নি, নিজেই মুছেছে লিপস্টিকটা আমার পছন্দ ছিল না বলে।

পরিচিত কয়েকজন একসাথে দেখে, আর রিক্সাওয়ালা কয়েকজনকে বলায় অনেকেই ধরে নিয়েছিল আমাদের মধ্যে প্রেম চলছে। আসলে তা ছিল না যদিও ওকে আমি খুব পছন্দ করতাম। আমাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। কিন্তু একসময় সম্পর্কটা শীতল হয়ে যায়। মূলত ক্লাস টেনের বয়সটা খুব সাহসী হওয়ার জন্য যথেষ্ট নয়। আমি ওকে খুব মিস করি।

বছরখানেক আগে বিয়ে করেছে। আর আমি হারিয়েছি, যাকে এখনো ভালোবাসি তাকে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

অশান্ত কাব্য বলেছেন: আসলে ফার্স্ট লাভ ভুলা আসলেই টাফ... কিন্তু কি করার... লাইফ মাস্ট গো অন... ভাল থাকবেন ।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

শেষ চিঠি বলেছেন: ভর্তির সেশন বলেন, মেয়ের নাম বলে দিচ্ছি :) :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

অশান্ত কাব্য বলেছেন: :D :D ভাই দেখি সেইরাম খবর রাখেন ... ;)

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

আতিকুল০৭৮৪ বলেছেন: ektur jonno ekta future couple miss hoilo,,afsus momin afsus

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

অশান্ত কাব্য বলেছেন: :D :D লোল... :P

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

কায়সার ইয়াসিন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

অশান্ত কাব্য বলেছেন: :D :P :P

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২

ভুল উচ্ছাস বলেছেন: সু স্যাড। আপ্নের জন্যে দুঃখিত হইলুম। =p~ =p~













ঐ মিয়া রিকশায় ঠিক করে বস্তেও পারেন না ক্যান হ্যা?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

অশান্ত কাব্য বলেছেন: কি করার ভাই বলেন... কথা জড়তা বলতে তো একটা টার্ম আসে নাকি ?? :P :P মারাত্তক লাজুক ছিলাম... :#> :#> :#>

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
ঘটনাটা মজাই লাগলো।
যাক অন্তত ১জনকে পাওয়া গেসে যার থেকে আমি লম্বা B-) ||

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

অশান্ত কাব্য বলেছেন: :D :D
X( X( X( X(

মজা নিয়েন না রে ভাই... :(( :(( :(( :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.