নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরোবরে সৌরভ জাগ্রতচিত্তে !!জীবনে অনেক ঘুমিয়েছি এখন জেগে থাকতে চাই! !!

হ্যা সৌরভ

সরবরে সৌরভ জাগ্রতচিত্তে! !

হ্যা সৌরভ › বিস্তারিত পোস্টঃ

সৌদি গরমে এক ফোটা ঠান্ডার গল্প !!

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৫

৪০.২ ডিগ্রি সেলসিয়াস!! হ্যা ঠিকই দেখছেন, এটা ল্যাব পরীক্ষা করার জন্য কোন যৌগের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক নয়, বা নয় কোন প্রশমন Test এর জন্য ব্যবহৃত রুম Temparature । ইহা ঢাকার আজকের পরিমাপকৃত সর্বোচ্চ তাপমাত্র যা গত ৫৪ বছরের মধ্যে সর্বোচ্চ ।



পার্লার সুন্দরী গার্লফেন্ড থাকা ছেলেটার জন্য শব্দটা যেন এক মহা আতঙ্কের নাম । আজকে তার শত প্রচেষ্টা আর শত চাইনিজ, আইসক্রিম আর K.F.C তে নিয়ে যাওয়ার প্রলোভনও তার প্রাণপিয়াকে বাইরে আসতে বাধ্য করতে পারছে না । Aftr All মাত্রাতিরিক্ত গামা রশ্মি শোষণ করে তার চেহারা আর শরীরের ক্ষতি করার মত বোকামী আর যেই করুক সে করতে পারে না । ছেলেটা তাই এখন তার জন্য রোদ থেকে বাচানোর প্রশাধনী খুজতে ব্যস্ত |



আর তার মাঝে ঢাকাতে Industry গুলার পোড়াপুড়ি তো লেগেই আছে । তাপমাত্রা টা তাই আজ সৌদিকে ফলো না করে পারছেই না ।দেশটাকে যারা সৌদি বানানোর স্বপ্ন দেখেন তারা একটু আনন্দিত হতেও পারেন ।



আমি একটা কাকতালীয়তা খুঁজে পাচ্ছি এর মাঝে । আজকে রানা প্লাজা ট্রাজেডির ১ বর্ষপূতি । পূর্তি শব্দটা লিখতে হাত কাঁপছে অকারনেই । আর আজকেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ । সৃষ্টিকর্তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আমাদের পাপের শাস্তি | এখনও কিছু লাশ না পাওয়া হতভাগা মানুষ রানা প্লাজার ট্রাজেডির ফলে প্রাপ্ত গনকবরে D.N.A নাম্বার ড্যাশ শব্দ থাকা প্রতিটা কবরে ছুটে যাচ্ছে দোয়া করতে। মানুষটা একবার এই কবর তো আরেকবার ঐ কবরে যাচ্ছেন, তার কাছের মানুষটা হয়ত এখানে নয়ত ওখানে আছে ।



তার দোয়াটা আজকে কবুল হবে বলে মনে হচ্ছে আর অপার্থিব লাভবান হচ্ছেন আজকে সমগ্র কবরবাসী ।



অমুক ছোট ভাইটার কথা শুনলাম । সে নাকি আজ একটুও চিন্তিত নয় কারণ তার আদুরে বোন কাজে গেছিল প্লাজাটতে ঐদিন আর যেহেতু তার বোনের লাশ পাওয়া যায়নি সেহেতু তার বোনটা এখনো জীবিতই আছে এটাই তার বিশ্বাস। কেউই তার বিশ্বাসটা নিয়ে প্রশ্নও ভুলছে না, তুলবেও না ।



আর পরিশেষে একটা কথাই বলতে হচ্ছে আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস কিন্তু রানা প্লাজাতে যান । হাহাকারের হর্ষধ্বনিতে সেখানকার তাপমাত্রটা মনে হয় -২০ ডিগ্র সেলসিয়াস নেমে গেছে তা না হলে এত মানুষ এই গরমে এত কষ্টে ওখানে কোন সহায়তার আশা নিয়ে গেছে ।



তারা কি জানে না, তাদের সহায়তার আশ্বাস কোন এক A.C রুমের ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রর ফাইলে জীর্নশীর্নভাবে ইনহেলার দিয়ে নি:শ্বাস নিচ্ছে কারণ নি:শ্বাস বন্ধ হতে বেশী দেরি নেই ।



সবশেষে আমার জনৈক বন্ধুর এক উক্তি দিয়ে শেষ করছি এই গরমে YO YO HONEY SINGH এর গানের ফাইল নাকি বেদম উপকারী, এক ফাইলেই শরীর নাকি হয়ে যায় ঠান্ডা ঠান্ডা কুল কুল ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৪

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ।

২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩২

মুহম্মদ আলমগীর তৈমূর বলেছেন: :|

৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৩

হ্যা সৌরভ বলেছেন: অদ্ভুত উটের পিঠে অনেক দেশই চলছে, কিন্তু আমাদের দেশটা যে উটের পিঠে চলছে সে রোগাক্রান্ত উটটা পেটে অতিরিক্ত পানি ধরে রাখতে পারে না আর এমন অসুস্থ উট নিয়ে দেশটা এখন মরুভূমিতে পড়ে আছে মরিচীকা দেখেই বোধ হয় সে খুশি |

৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৬

স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: খারাপ লাগলো....

৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

হ্যা সৌরভ বলেছেন: "লেখাটা খারাপ লাগলো"
তাই যদি বলেন তবে আমি আমার লেখকসত্ত্বার সর্বোচ্চ সমালোচনা মানবো ব্যর্থতা লুকাবো না আর যদি বলেন "লেখাটা পড়ে খারাপ লাগলো" তবে আপনার খারাপ লাগাটা আমার সামান্যতম উত্‍সাহের ই উত্‍স হবে |

৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩১

ক্যাতর আলী বলেছেন: আমার কছে তো মনে হয় ৪৫ ডিগ্রি

৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৬

হ্যা সৌরভ বলেছেন: আমি গতকাল যখন পোস্টটা লিখেছিলাম তখন খবর থেকে তথ্য সংগ্রহ করে ৪০.২ ডিগ্রি লিখেছিলাম আজকে পরিবর্তন হতে পারে তবে গরমের এই তাপমাত্রাটা আপেক্ষিক আপনার কাছে ৪০.২ ডিগ্রীটাকে ৪৫ডিগ্রী মনে হতে পারে কিন্তু A.C থাকা ভুড়িয়ালাটার কাছে তা ২৫ ডিগ্রীও মনে হতে পারে |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.