![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক মেয়েকে ভালোবাসি ।তার নাম কানিজ । তার পিতা কবিরাজ । মা ভীষণ রাগি ।আমরা দুজনে দুজনকে ভালোবাসি ।লোক চক্ষুর অন্তরালে তিন ফছর যাবৎ প্রেম করছি ।আমি তাকে আনেক দিন যাবৎ তাকে চিনি ।সেই ছোট বেলা হতে তার সাথে কথা বলি দেখা করি কিন্তু কখনো তার জন্য আমার হৃদয়ে ভালোবাসার অনুভূতি জাগে নি ।কিন্তু হঠাৎ একদিন তার সাথে দেখা হয় তার ফুফুর বাড়িতে ।তার ফুফুর বড় ছেলের বিয়ে ।তার ফুফুর ছোট ছেলে তাকে একটু আড় চোখে দেখে । তার সাথে প্রেম করতে চায় । সূর্য তখন মাথার উপরে । কানিকে ডেকেছে তার ফুফুর ছোট ছেলে । সেও গিয়েছে । তাকে জোড় করে একসাথে ছবি উঠতে বাধ্য করে ।হঠাৎ করে আমি ওই দিগে যাই । গিয়ে এসব দেখতে পাই ।এসব দেখে আমার খারাপ লাগে ।আমি তাড়া তাড়ি চলে আসি ।কানিজ আমার মন খারাপ দেখে আমায় বলে তুমি কি আমায় ভালোবাসো আমি কিছুই বলিনি । রাগ করে বিয়ের বাড়ি হতে বাড়ি চরে আসি ।তিন দিন পর সে আমায় চিঠি লেখে ।তার ভালোবাসার কথা বলে ।আমরা দুজনে তিন বছর যাবৎ প্রেম করি । এখন তার বিয়ের কথা চলছে ।আমার কথা তার বাবা মা সবাই জানে কিন্তু আমায় মেনে নিতে পারে না ।সে অনেক বলেছে কিন্তু তার কথা কেউ মেনে নেয় না ।তাকে জোড় করে বিয়ে দেয় ।
আজ একটি বইয়ে পড়া কথা খুব মনে পড়ছে
তা হলো*
মেয়েদের জন্ম হলে বাড়িতে সবাই মুখে মুখে বলে লক্ষী এলো । কিন্তু ভিতরে ভাবে দুনিয়ার আর একটা বোঝা এলো । মেয়েদের ভাগ্য এমনি ।
বাবার অসুবিধা দেখলে কোথায় নিজের ড্রেজের কথা ভুলে যায় ।
মায়ের শরীর খারাপ দেখলে নিজের বই পড়া ছেড়ে সব কাজ করে ।
এত সব করার পরেও তার পছন্দ না পছন্দ কেউ বুঝবার চেষ্টা করে না ।
সে তার মনের মানুষকে ছেড়ে আর একটা মানুষকে বায়ে করতে বাধ্য ।
তার পর বিয়ের জল ছিটালে মনে হয় গায়ে যেন এসিড ঢালছে ।
তবুও সে মুখ খুলতে চায় না ।
আর বিয়ে হয়ে যাওয়ার পর কাঁদলে কেউ কখনো ভাবে না এমন কিছু কথা আছে যা চিরদিনের জন্য মনের মধ্য রেখে গেলো ।
©somewhere in net ltd.