![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়: ৩ রা আগস্ট, ২০১৫।
রাত ১০.১২।
আপনারা যারা,
প্রেমে না পড়িয়াও প্রেম শুরু করিয়া দিয়া প্রেমের পোস্টমর্টাম করিতে উদ্যত হন, প্রেম করিয়া প্রেমের মজা লুটিয়া, প্রেমবাদ কে ভোগবাদে রূপান্তরিত করিয়া, প্রেমের সংঙ্গার মধ্যে ব্যাপক পরিবর্তন আনিয়া, শারিরিক এবং অর্থনৈতিক ক্ষতি সাধন করিয়া, মান সম্মান এর ফালুদা বানাইয়া অবশেষে প্রেমিক অথবা প্রেমিকা র নামে কোন না কোন ট্যাগ লাগাইয়া, ফ্যামিলি অথবা ভবিষ্যৎ ক্যারিয়ারের দোহাই দিয়া ব্রেক-আপ করিবার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ মামলা দায়ের করিয়া নিজের অনুকূলে বিচার পাইবার জন্যে ডেসপো হইয়া যান!
একজন উকিল হিসেবে নয়, চক্ষুওয়ালা একজন মানুষ হিসেবে আপনাদের অনুরোধ করিতেছি, আপনারা দয়া করিয়া প্রেমবাদ কে ভোগবাদে রূপান্তর করার ব্যর্থ প্রচেষ্টা না করিয়া দেশের নিষিদ্ধ পল্লী গুলোতে পার্টটাইম চাকরির আবেদন করুন, এতে আপনাদের ভোগবাদ ও বজায় থাকিবে এবং অর্থনৈতিক ক্ষতির চেয়ে বরং কিছু বাড়তি আয় ও হইবে!
সবচেয়ে বড় ব্যাপার এই যে, মামলা -মোকদ্দমা করিয়া উকিলের পেছনে আপনাদের টাকার মিল্কশেক ঢালিতে হইবে নাহ!
©somewhere in net ltd.