![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনারা যারা,
সকালে ঘুম থেকে উঠিয়া আয়না দিয়া নিজের মুখ না দেখিয়া অন্যের পশ্চাৎ দেশ হইতে কি পড়িতেসে তাহা দেখিতে ব্যস্ত হইয়া যান, নিজের দাতের দিকে না চাহিয়া অন্যের দাতের হলুদ আভা লইয়া মসকরা করিতে আপ্লুত থাকেন, আটার রুটির মত নিজের চরিত্রের ফালুদা বানাইয়া অন্যের চরিত্রের রুটি সেকিতে যাইয়া পুড়িয়া যাওয়া কালো অংশের দিকে চাহিয়া থাকিয়া তাহা ফেলিবার জন্য তৎপর হইয়া যান এবং সবশেষে নিজের আসল চেহারা ঢাকিয়া ফেলিবার তাড়নায় মুখোশের মুখেও রং মাখিয়া প্রোটেকশনের নামে সং সাজিয়া বসিয়া নিজেকে বাহবা দিয়া থাকেন।
উকিল হিসাবে নয়, একজন চক্ষুওয়ালা মানুষ হিসেবে আপনাদের বলছি, আপনারা দয়া করিয়া জংগলে গিয়া আপনাদের অভিজাত্যের নগরী গড়িয়া তুলুন।মানব সমাজ আপনাদের জন্যে নহে। এতে, আপনারা ও এই ভাবিয়া শান্তি পাইবেন যে, কারো কুকীর্তি আপনাদের দেখিতে হইবে নাহ এবং এত এত অভিযোগ লইয়া উকিলের কাছে আসিয়া আপনাদের ঘুমের স্যান্ডেল ও ক্ষয় করিতে হইবে নাহ!
©somewhere in net ltd.