নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো আছি , ভালো থাকুন...।

একজন অমানুষ বলছি

মানসিক রোগি

একজন অমানুষ বলছি › বিস্তারিত পোস্টঃ

♣ বহিঃপ্রকাশ ♣

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৩:২৭

প্রকৃতির পরিবতর্নের সাথে আমি,
তুমি আমাদিগ সবর্পরির পরিবতর্ন হচ্ছে, হবেই না কেন মানুষের জন্ম ই পরিবতর্নের সুদীপ্ত আশায়।
কি ধরনের পরিবতর্ন দেখা দিল তা আদৌ উপল্বধী করতে পারিনি সবসময় ব্যাথর্তার ছায়াপথ আমাকে কেনই বা গ্রাস করে.....?
স্বপ্ন, বাসনা কামনা, সবারই আছে তবে আমাকে কেনই বা হারতে হবে....?
আমি কি সবার চিত্তের কোণে একরাশ ঘৃণা হয়ে জন্ম নি।।।
সহনুভুতির আশায় আর কত রাত, এ রাত যে অসিম তুমি কি তা দেখনা,।।।।।।
এত অপারগতা তোমার।।।।।
একটি পবিত্র বিশ্বাস দিয়ে কি কারো অভিপ্রায় কে জয় করা যায়না।।।
নাকি আমি তোমার চোখে আজো তুচ্ছ।।।
আমার অনুরাগ তোমার ঠিকানায় পাঠালাম ইচ্ছে হলে তোমার শহরে আমন্ত্রণ করিও।।।
আমি তো যুগ যুগ ধরে ক্লান্ত তোমার প্রতিক্ষার।।।
বিশ্বাসঘাতকতা এক প্রকার ভোগরস।।।
যা সরলতার মাঝে কিছু মানুষ শিক্ষা দিয়ে যায়।।।
আর তা অচিরেই দাগ কেটে যায় বিপরীত মানুষটিরর হৃদয়পটে।।।
'"কিছু কিছু মানুষ জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় ভোলা যায়না তেমনি কিছু কিছু দিনও চিরদিন মনে থেকে যায়"
হয়তো তিমিররাত্রি আমার সন্ধিক্ষণে আর গরল দিতে আসবেনা, থাকনা অমৃত তোমার মাঝে।।।।

৬ এপ্রিল ২০১৫ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.