নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমালয় আহমেদ হিমু

ব্যাস্ততম শহরে হিমুকে খুজি... তাকে খুব দেখতে ইচ্ছা করে , হিমুকে আমি গুরু মান | বাংলা বই যেন সবাই খুব সহজে পরতে পাড়ে তাই আমার ক্ষুদ্র প্রচেষ্টায় তৈরী করেছি একটি ওয়েবসাইট|www.ebanglapedia.blogspot.com

হিমালয় আহমেদ হিমু › বিস্তারিত পোস্টঃ

Nationlal University Love Story

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৩:০৫

বালক এবং বালিকার মধ্যে খুব ভাব সেই স্কুল জীবন থেকে। দুজন একই সাথে স্কুল এবং কলেজ পাস করল। বালক ভর্তি হল ন্যাশনাল ভার্সিটিতে এবং বালিকা প্রাইভেট ভার্সিটিতে।
.
বালিকা যখন ২য় সেমিস্টারে বালক তখন ১ম ইয়ারের সেশন ঝটে ভোগে। বালিকা বালকের দিকে রক্ত চোখে চাহিয়ে বলেঃ আগেই বলেছিলাম প্রাইভেটে ভর্তি হতে।
-টাকাটা কি তোমার বাপে দিবে?
-- [বালিকা নিশ্চুপ]
.
বালিকার ফাইনাল সেমিস্টার শেষ আর বালক সবে ২য় ইয়ারের রেজাল্টের জন্য অপেক্ষা করে। বালিকা অতি জেদ নিয়া বলেঃ পড়াশুনা বাদ দিয়া ব্যবসা করো
-তোমার বাবারে বলো না বিয়ের আগেই যৌতুকটা দিতে
-- [বালিকা নিশ্চুপ]
.
বালিকার আজ রেজাল্ট দিসে। সেই আনন্দে বালককে ফোন করেঃ জান আজ আমার রেজাল্ট দিসে বাবা বলছে রেজাল্টের পরই আমার বিয়ে দিয়ে দিবে। কিছু একটা করো! কমপক্ষে ছোট খাট একটা জব?
-তোমার বাবার অফিসে একটা জব দিতে বলো না। তাতে আর ঘুস দিতে হবে না।
-- [বালিকা নিশ্চুপ]
.
আজ বালক বালিকার বাবার সম্মুখে দাড়িয়ে। বালিকার বাবা প্রশ্ন করেঃ বাছা তুমি কি করো?
- পড়াশুনা করছি কবি নজরুলে তে!
.
-- মাস্টার্সে পড়ছ মনে হয়? তা জব নিয়ে ভেবেছ? আমার মেয়েকে কি খাওয়াবে?
-ইয়ে, আমি অনার্স তৃতীয় বছরের খুব ভাল স্টুডেন্ট। ২-৩বছরের মধ্যেই চাকরী নিয়ে নিব। চাকরী না পেলে ছোট খাট ব্যবসা
.
--ফুলি কে দেখছ? ঐ যে আমার বাড়ির কাজের মেয়েটা?
-জ্বি বাবা, ওর মতও একটা কাজের মেয়ে রেখে দিব, যাতে আপনার মেয়ের কোন কাজে হাত দিতে না হয়
.
--বলছিলাম যে, ওকে বউ করে নাও। মেয়েটা বড়ই কাজের। তোমার সংসার খুব শিঘ্রই উন্নতি লাভ করবে। আর এই নাও কিছু টাকা, ছোট ব্যবসার কথা বলছিলে না? চায়ের দোকান দিলে ভালই চলবে তোমাদের সংসার
.
- [বালক নিশ্চুপ]
.
...ন্যাশনাল ভার্সিটি প্রেম জীবনের অভীশাপ স্বরুপ।
Collected from http://www.facebook.com/RadioHimu.com.bd

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ৮:১২

শেখ সাজ্জাদুর রহমান বলেছেন: হ্যাঁহ্যাঁহ্যাঁ কষটার প্রকাস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.