![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ACCA সম্পর্কে একটু ধারনা চাচ্ছি। আমার এক বন্ধু বলল চল এইখানে ভর্তি হই। আমি জিগাইলাম কেমনে কি??? এইটা কইরা লাভ কি?? সে তো কয় এই কোর্স করলে বেতন নাকি হইয়া যাইব ৫০-৭০ হাজার।
এখন আপনেরা কি কন?
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫
ধুসরিত বলেছেন: যতদুর জানি ৩টা পার্ট এর হয় এটা। কিন্তু আমার এক বন্ধু আমার ভার্সিটিতে ভর্তি হবার ৬ মাস আগে এটায় ভর্তি হয়ে পার্ট ১ শেষ করে ১ বছরে। তারপর এখনো পার্ট ২/৩ করতেই আছে। শেষ হয় নি ৫ বছরেও। আর আমি এর মধ্যে আমার ব্যাচেলর ডিগ্রি শেষ। যদি খুব ভাল স্টুডেন্ট হন রিস্ক নিতে পারেন। শুনেছি পার্ট ২,৩ খুবই কঠিন।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮
বিশ্বাস করি 1971-এ বলেছেন: হ! ACCA উচ্চারণ দাড়ায় একা!
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১০
এম এ কাশেম বলেছেন: কয় ৫০-৭০ হাজার টাকা দিয়ে চলবেন কেমনে,
তার চাইতে ছাত্র লীগ করুন, বেতন - বোনাসের
কোন ধরা বাধা নিয়ম নাই, শুধু দুই হাতে কুড়াবেন............