নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Let me be frank

পরাবাস্তবতার জগতে স্বাগতম........!!!!!!!!!!!!!

হিমুস্টাইন

মানুষের সামনে কুকুর হয়ে বসে থাকি, তার ভিতরের কুকুরটাকে দেখবো বলে .........

হিমুস্টাইন › বিস্তারিত পোস্টঃ

আহারবৃত্তি

০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৪



অসমাপ্ত থেকে গেল অস্পৃশ্য চিন্তাগুচ্ছ :
স্নিগ্ধ আলোর দোপেয়াজি,
সুললিত শব্দের মালাইকারি;
এবং অপারগতার কোষ্ঠকাঠিন্য ।
আর কত বেলা কাটবে আমার, তোমার প্রতীক্ষায়
স্মৃতিস্বপ্নের ঘূনেধরা রাস্তায়............ ?
প্রাতরাশের মত সময়কে গিলে খেয়ে আর কত ?
আনিলা , আর কত ?
জানতাম রমণীয় বিকেলে তুমি হাত ধরবে
কোন এক তৃতীয় পুরুষের ;
জানতাম তুমি আসবে না , কিন্তু বিশ্বাস করিরনি নিজেকে ।
মাঝে মাঝে অবিশ্বাসে যে এত শান্তি তুমি বুঝবে না আনিলা, কোনদিন .........
কান্নার জলে বর্ষার অভিক্ষেপ,
স্কুইডের মত শিরায় স্বপ্নের তড়িৎ ......
অবশ্যম্ভবি নিওফাইটিক যাতনায় কেটে গেছে
অপেক্ষার দ্বিপ্রহর ।
তুমি আসোনি, ব্যাথা নেই না আছে কষ্টের আদিখ্যেতা ।
তবে যখন হাতের সিগারেট ফিল্টার পুড়িয়ে
আঙুলে ঝলকে উঠে ;
অনুভব করি বাইরের পৃথিবীটা তোমার জন্য কতটা উষ্ণ !!
পুনরায় দুঃখকে ভক্ষণ করে পাশ ফিরে শুই;
কেননা স্বপ্নরাজ্যের উপনিবেশ থেকে তোমাকে
পালাতে দেব না কোন কালে ।


পাদটিকা১ - আমার আশেপাশের মানষের দুঃখ কষ্ট আমাকে বড় বেশী স্পর্শ করে । প্রিয় বন্ধুটি বছর খানেক আগে প্রেমে ব্যর্থ হয়ে হোঁচট খেয়েছিল , সে উঠে দাঁড়িয়েছে , এখন যে হাটতে এমনকি পুরোদমে দৌড়াতেও সক্ষম কিন্তু আমি সেই সংক্রমিত হোঁচটের ব্যাথা এখনোও অনুভব করি । সেই মনকষ্ট থেকে লেখা আতেলীয় প্রলাপ !!

পাদটিকা২- দিন দিন মনে হচ্ছে বোরিং আর অসহ্য টাইপের আতেল হয়ে যাচ্ছি । বিচ্ছিরিরকম শব্দমালা সবসময় মাথায় সুড়সুড়ি দেয় । হুম , এইসব আর চইলতনা । বাদ দিতে হবে ।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৪

তাওহীদ৭১তমাল বলেছেন: :) ভাল লিখেছেন,শুভেচ্ছা

০৯ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৯

হিমুস্টাইন বলেছেন: ধন্যবাদ @মিঃ তাওহীদ

২| ০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২০

ফাহিম আহ্‌মেদ বলেছেন: সুন্দর হয়েছে। :)

শুভেচ্ছা।

০৯ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৩

হিমুস্টাইন বলেছেন: অসংখ্য ধন্যবাদ @মি ফাহিম ।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৫

মৃদুল শ্রাবন বলেছেন: কান্নার জলে বর্ষার অভিক্ষেপ,
স্কুইডের মত শিরায় স্বপ্নের তড়িৎ ......
অবশ্যম্ভবি নিওফাইটিক যাতনায় কেটে গেছে
অপেক্ষার দ্বিপ্রহর ।


উপমায় নতুনত্ব পেলাম। ভালো লাগা রইলো।

অট: আপনি কি মেরিনার?

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩১

হিমুস্টাইন বলেছেন: লেখক বলেছেন: কমপ্লিমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ স্যার ।




মেরিনার ? এখনও না , ৪৯ তম ।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৩

অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা +++++
চালায়া যান ভ্রাতা ।

ভালো থাকবেন :)

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৮

হিমুস্টাইন বলেছেন: মন্তব্য ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা ।


আপনারও সেকেন্ড ডিফেরেন্সিয়াল নেগেটিভ হোক ।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পদটিকায় কবিতার নতুনত্ব সংযোজন । :)

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৩

হিমুস্টাইন বলেছেন: ধন্যবাদ ।
সবই মস্তিষ্কপ্রসুত ম্যালওয়ার !!
ভালো থাকবেন ।

৬| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯

হিমুস্টাইন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০

সমুদ্র_বাংলা বলেছেন: ভাল লিখেছ ছোটো ভাই । । । :-B

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৪

হিমুস্টাইন বলেছেন: ধন্যবাদ, বড় ভাই !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.