নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হিসানুর রহমান । ডাকনাম হিসান । জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যায়নরত। লেখালেখি করতে খুব ভালবাসি এটাতে আমি এক প্রকার মত্ততা উপলব্ধি করি।

হিসানুর রহমান

আমি হিসানুর রহমান । জন্ম ও বেড়ে ওঠা মহানগরী ঢাকায়। বর্তমানে একাদশ শ্রেনীর ছাত্র । লেখালেখি করতে খুব ভালোবাসি ।

হিসানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রানভরে বাঁচার অভিলাষ.....

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৬

আমার একটা মরুভূমি চাই জনশূন্য একটা মরুভূমি !
যেখানে আমি চিৎকার করে কাঁদতে পারব.;
কেউ আসবে না আমাকে থামাতে.!!
এতটা যন্ত্রনা নিজের মধ্য পুষে বেড়াতে বেড়াতে আজ বড্ড ভারী হয়ে গেছি....
.
তপ্ত রোদে পুড়িয়ে ছাই করে দিতে চাই আমার ভেতরাত্মার সকল যন্ত্রনার ঢিপিগুলো যেগুলি কুঁড়ে খাচ্ছে একটু একটু করে আমার অস্তিত্ব কে!!
.
অথবা চাই কুন্ডলী পাঁকানো কালো মেঘের ভাজে দ্রবীভূত করে সেগুলোকে বিলীন করে দিতে নীলের ভীড়ে!!
.
আমি প্রান ভরে বাঁচতে চাই...
হ্যাঁ আমি জীবনের সবটুকু নির্যাস প্রানভরে তৃপ্তির সহিত উপভোগ করতে চাই....
.
ক্ষনিকের এই ধরাভ্রমনের প্রতিটি প্রহরকে আমি স্বার্থক করে যেতে চাই নিস্ক্রিয়তা যেন কখনো আমার প্রতিবিম্বের সীমানায়ও নেই পা না মাড়াতে পারে এটা আমার সংকল্প দৃঢ়তার.....
.
জীবন তো একটাই সেটাকে সক্রিয় না করে গেলে প্রাঁন ভরে না বেঁচে গেলে স্রষ্টার সেরা সৃষ্টি রূপে আসার স্বার্থকতা শূন্যের কোঠাতেই থেকে যাবে আমি সেটা চাইনা...

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৯

বিজন রয় বলেছেন: আমার একটা মরুভূমি চাই জনশূন্য একটা মরুভূমি !
যেখানে আমি চিৎকার করে কাঁদতে পারব.;
কেউ আসবে না আমাকে থামাতে.!!

কেন এমন লিখলেন?

২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৯

বিজন রয় বলেছেন: লেখাটি খুব ভাল লেগেছে।
+++++

৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০১

অন্তহীন আকাশ বলেছেন: মন খারাপ হয়ে গেল, ভাল লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.