![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিসানুর রহমান । জন্ম ও বেড়ে ওঠা মহানগরী ঢাকায়। বর্তমানে একাদশ শ্রেনীর ছাত্র । লেখালেখি করতে খুব ভালোবাসি ।
লোকে বলে আমি নাস্তিক হয়ে গেছি,
আমি নাকি এই সুশীল সমাজের বুকের
মাঝে বাসরত এক কুলাঙ্গার ।
আমি মিথ্যাকে পা মাড়িয়ে চলি
চলিতে চলিতে বলি____
আমি কোন কপটতা মানিনা ;
তাই নাকি আমি নাস্তিক ।
কানটা বিষিয়ে ওঠে ওদের ছুঁড়ে অপবাদ যখন রূপ নেয় তীব্র থেকে তীব্রতরে,
তখন চিৎকার করে বলতে ইচ্ছে করে _
ওরে আমি নাস্তিক নই;
আমি শুধু কুসংস্কার বিদ্বেষী
ধর্মবিরোধী নই ।
২| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১:৫৭
মহা সমন্বয় বলেছেন: কিন্তু কে শুনে কার কথা!!!
৩| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:০৩
বিজন রয় বলেছেন: সুন্দর।
৪| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৭
রাজু বলেছেন: অনেক সুন্দর হইচে...
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:০০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: তবুও তারা বোঝে না। কত আজব এই দেশের মানুষ।