নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল করবার অধিকার।; দ্যা রাইট টু মেক ব্লান্ডার্স।

হিজ মাস্টার ভয়েস

চমকিয়া উঠে মোর ধ্যানের কৈলাসে মহামৌন যোগীন্দ্র শিব

হিজ মাস্টার ভয়েস › বিস্তারিত পোস্টঃ

গুলশান অফিসে দুষ্ট চক্র

২৫ শে মে, ২০১৫ দুপুর ১:১৩

নেতা , পাতিনেতা , সরকারি এজেন্ট ,এবং সুবিধাবাদী ও চাটুকার কর্মচারিরা গুলশানে জিম্মি করে রেখেছে বেগম জিয়া কে ।গুলশানের এই অফিস এখন আর নেত্রী,র রাজনৈতিক কার্যালয় নাই ; ওটা এখন Evening club. এবং উপ-পতিদের জুয়ার বোর্ড।

দলের কোন ছোটলোক কর্মি তো দূরের কথা ৬৪ সাংগঠনিক জোনের অন্ততপক্ষে ৫০ জন নেতাই এই অফিস নামক ধূর্ত ক্লাবে প্রথম চেস্টাতে প্রবেশ করতে পারেন না।

(ট্রায়েল দিয়ে দেখতে পারেন)

৬৪ সাংগঠনিক ইউনিট Is not only 64 political wings. এই ৬৪ ইউনিট তো ৩০০ সংসদীয় আসনের মালিক বটে।

এই তিনশত আসনের প্রতি আসনের বিপরিতে দুই জন করেও যদি যোগ্য নমিনেশন দাবিদার থাকেন তাহলেও হয় ৬০০ জন।

কে কে বিশ্বাস করেন এই ৬০০ জন কখনোই নেত্রী,র সাথে সাক্ষাৎ করতে নেত্রীর অফিসে আসতে চান নায়?

আর সাক্ষাৎ করতে চেয়ে থাকলে তাদের

কয় জন সুযোগ পেয়েছেন?
কত বার সুযোগ পেয়েছেন?

অফিসের গেট লগ/ ভিজিটর্স লগ চেক করলে দেখতে পারবেন
যারা সাক্ষাৎ করার সুযোগ পাচ্ছেন তারা বারংবার পাচ্ছেন ; আর যারা পাচ্ছেন না তাদের ভরসা নমিনেশন কেনার পরের সাক্ষাৎ এর সুযোগ।

যারা বিরধীতা করবেন তারা দয়া করে ভিজিটর লগ সাথে নিয়ে আসুন ; এবং নিয়ম করে দিন যে গুলশান অফিসে সাক্ষাৎ প্রত্যাশীদের অনলাইনে আবেদন করতে হবে; আবেদন গ্রহণ , বর্জন বা নতুন তারিখে সিডিউল দেওয়া হলে সেটাও অনলাইনে দেওয়া হবে।
অর্থাৎ রেকর্ড সংরক্ষণের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে ।

যেহেতু সরকার সেখানে এমনিতেই শিকারি কুকুরের মত কড়া মার্ক রাখে তাই দল থেকে প্রকাশ্য রেকর্ড তাহলে নতুন করে ক্ষতিগ্রস্থ হবার কিছু নায়।

নারায়নগঞ্জ তে যে মেয়ের নির্বাচন হল সেই নির্বাচনে পার্থিতা প্রত্যাহারের প্রায় দের বছর পরে আমাদের প্রার্থি তৈবুর তার জীবনের প্রথম সাক্ষাৎ পেয়ে ছিলেন নেত্রী,র সাথে।

অথছ ঐ ব্যাক্তির দলীয় রাজনীতি,র বয়স গুলশান অফিসের অনেক রাঘববোয়াল দের মূল বয়সের চেয়ে বেশী।

সাবেক হাওয়া ভবনে আমার জেলার প্যারালাইজড MP কে নিয়ে যেয়ে ৫ ঘন্টা হুইল চেয়ারে বসিয়ে রেখেও ভিতরে ঢুকার অধিকার না পাওয়া আমাদের সেই MP,র মৃত্যুর আগ পর্যন্ত যন্ত্রনার কারন ছিল।

আমার জেলা xxxxxxxxx ১ আসন এর একমাত্র কর্মিবান্ধব MP যখন MP হন নাই, সদ্য যোগ দিয়েছিলেন BNP তে ; তখন মেজর জিয়া নিজেও তাকে ৫ ঘন্টা বসিয়ে রাখেন না।

জাস্ট ক্ষোভ থেকে বললাম। কিন্তু এইগুলিই বাস্তবতা।

দয়া করে নিরাপত্তার ঠুনকো অজুহাত তুলে নেত্রীকে ভূল পরামর্শ দেবেন না ; গুলশানের গূলবাগীচাতে নেত্রী কে বন্দীনি করবেন না।

মানুষের মাঝেই অবস্থান নিক আমাদের অপোষহীন নেত্রী,র ; ঠিক যেমনটি তিনি থাকতে চান।

পল্টন এ গনমানুষের বিএনপি অফিস হোক নেত্রীর ঠিকানা।

প্রেসিডেন্ট জিয়া,র তৈরি পল্টনের ঠিকানা বেগম জিয়ার নিরাপত্তা মূল বেস্টনী।
মানব বর্মের চেয়ে কার্যকর কোন বর্ম পৃথিবীতে আজো আসে নায়।

বাংলাদেশ জিন্দাবাদ
বিএনপি জিন্দাবাদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.