![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চমকিয়া উঠে মোর ধ্যানের কৈলাসে মহামৌন যোগীন্দ্র শিব
আমাদের বাবা-কাকা'রা একটা স্বাধীন ভূ-খন্ড দিয়েছিল আমাদের। আমাদের ভাই'রা স্বৈরাচারের তাখ্তে রাওয়ান ছিন্নভিন্ন করে গনতন্ত্র এনেছিল। আর আমরা? নিজেরা কিছুই অর্জন করতে পারিনি। অথচ বাবা-ভাইদের অর্জিত ভাষা, স্বাধীনতা, গনতন্ত্র জলাঞ্জলি দিয়েছি। অতীত গর্বে গর্বিত হয়ে তৃপ্ত ঢেকুর তুলি পূর্ব পুরুষের।
আমাদের চোখের সামনে দস্যু ফুলন দেবী; ফুলবনে আফিমের চাষাবাদ করে। উলু বনে মুক্ত ছড়াই সুন্দরের প্রতিমা। অন্ধ'র দেশে চশমা বেঁচে বোকা কত বুড়ো।
আমরা মৃদু প্রতিবাদ করি। প্রতিরোধ করব করব ভেবেও প্রতিরোধ করা হয়ে ওঠেনা আমাদের। অসহ্য বাড়াবাড়ি রকমের সহনশীলতায় আমাদের মগজে যকৃতে ঘূনপোকার আজ অবাধ যাতায়াত। পাথরে চাপা পরে বিবেক, বিষাদের রঙে হারিয়ে গিয়েছে। জায়নামাজ থেকে হরিদ্বার, রূপকথা থেকে বিদ্রোহ- সব যেন এক দংগল আহাম্মকের মিনিয়েচার সাজোয়া ক্যন্টোনমেন্ট।
আমরা ব্যর্থ জেনারেসন, আমরা ফ্যাসিষ্টকে পদানত করতে পারিনি। সামাজিক মূল্যবোধ জারি রাখতে পারিনি। বখাটে মতবাদের হিন্দি সংস্কৃতি থেকে মানুষ কে বাঁচিয়ে রাখতে পারিনি।
এমন অকর্মা জেনারেসন দুর্ভিক্ষ বা মহামারী বা সাইলেন্ট জেনোসাইডে বিলীন হবে, শেষ হবে - তাই তো হবার কথা! মানুষ যখন হতে পারিনি, মানুষের বেশ ধরে বেঁচে থাকি কি করে?
বিদায় বিদায়; এ অভাগা আজ নোয়াই শির!
২| ১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৩
নেওয়াজ আলি বলেছেন: এই বিপদে চোর ডাকাতও পরামর্শ দিতে যাবে । সুযোগ বুঝে সব নিয়ে লোপাট হবে।
৩| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১০:২০
চাঁদগাজী বলেছেন:
আপনি নিজেই ভুল ধারণার লোক, আপনাদের মতো লোকজন জাতির জন্য বোঝা
২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৭
হিজ মাস্টার ভয়েস বলেছেন: মাশাল্লা, সে কারণেই বুঝি নিধনযজ্ঞে মৌন সমর্থণ নিয়ে চলেছেন। একজন বোঝা হয়েই বলছি মুরুব্বি, সেই ডাইনেষ্টি প্রতিষ্ঠার স্বপ্ন স্বপ্নদোষ দিয়ে শেষ হবে। আপনার বক্তব্য সম্পূর্ণ প্যাথোলজিকাল রেসিজমে পূর্ণ। অবশ্য রেসিষ্টারা পতনের আগ মূহুর্ত পর্যন্ত বিষম গর্বে অশ্রাব্য চর্বিত চর্বন চালিয়ে থাকেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে জন্মগ্রহন করাটাই পাপ।