নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের নির্ভিক সৈনিক

এইচ এম বিশ্বাস

যদি যায় জীবন চলে যাক আমি হবো নাকো ছলনার মিসদাক

এইচ এম বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

আর্থিক মন্দা, বেকারত্ব, পারিবারিক অশান্তির কারণে উন্মাদ উগ্রবাদী হয়ে উঠেছে মার্কিনীরা

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

কথিত সন্ত্রাসবাদের অভিযোগে মুসলমানদের সর্বদা হেনস্তা করলেও আমেরিকার নাগরিকরা এখন ঘরে ঘরে সন্ত্রাসীপণা ও খুনোখুনি শুরু করেছে।

এক মানসিক বিকারগ্রস্ত আগ্নেয়াস্ত্রের বিরামহীন বেপরোয়া গুলিতে কানেক্টিকাট অঙ্গরাজ্যের এক স্কুলে আড়াই ডজন হত্যা করলো, তারপর মাত্র দুসপ্তাহও পেরোয়নি, আবারও ঘটলো আরেক পৈশাচিক হত্যাকা-! ঘটালো আবারও আরেক মানসিক রোগী! কথিত বড়দিনের প্রস্তুতির শেষপর্যায়ে উপনীত, ঠিক তখনি ২৪ ডিসেম্বর খুব ভোরে, আপন দাদীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে ১৮ বছর জেল খেটে বেরিয়ে আসা মানসিক রোগী উইলিয়াম স্পেঙ্গলার নামের ৬২ বছরের প্রৌঢ় প্রথমে নিজের গাড়িতে, পরে নিজের বাড়িতে আগুন ধরিয়ে দিল! ভরা শীতে ইস্ট কোস্টের কুয়াশার তীব্রতা সত্ত্বেও পুড়ে ছাই হলো আরও ৭ জন প্রতিবেশীর বাড়ি! এখানেই ক্ষান্ত থাকেনি ক্ষ্যাপা উইলিয়াম, আগুন লাগার খবর পেয়ে মুহূর্তের মধ্যে ফায়ার ট্রাক ও যাবতীয় সাজ-সরঞ্জাম নিয়ে ছুটে আসা দমকলকর্মীদের বহরে আটোমেটিক অ্যাসল্ট রাইফেলের গুলি চালিয়ে হত্যা করলো দুই দমকল কর্মীকে। আহত করলো আরও অনেককে!

ডিসেম্বর মাসে দু’সপ্তাহের মধ্যে দুই-দুটি বর্বর হত্যাযজ্ঞ ভীষণভাবে নাড়া দিয়েছে মার্কিনিদের মনে! দেশের ৫১ অঙ্গরাজ্যের প্রত্যেকটিতে মার্কিনিদের মনে ক্ষোভ আর ঘৃণার বারুদ টগবগ করছে! মার্কিন পত্রিকায়, রেডিওর প্রায় সবগুলো এএম এফএম চ্যানেলে, সবগুলো প্রধান সংবাদ চ্যানেলে রাতদিন চলছে সংবাদ বিশ্লেষণ, টক-শো, সাক্ষাৎকার, স্পট রিপোর্টিং। সবার কণ্ঠে একই বিস্ময়! একই প্রশ্ন! কেন একের পর এক পাশবিক হত্যাকা- হচ্ছে মোড়োলিপনার এই দেশটিতে ? যে বিষয়টি তাদের সবচেয়ে বিস্ময়ে বিমূঢ় করছে তা হলো, সিংহভাগ ক্ষেত্রেই এসব অপরাধীরা শ্বেতাঙ্গ। যেখানে কথিত সন্ত্রাসের ষড়যন্ত্রের অভিযোগে দেশটিতে এখন-তখন গ্রেপ্তার এবং ইন্টেরোগেশনের শিকার হচ্ছে জš§সূত্রে অশ্বেতাঙ্গ মার্কিনিরা বা অশ্বেতাঙ্গ ইমিগ্র্যান্টরা, সেখানে জš§সূত্রে শ্বেতাঙ্গরাই ক্রমে দখল করে নিচ্ছে অপরাধী হিসেবে সংখ্যাগরিষ্ঠতা। এখন থেকে সবকিছুর জন্য তারা আর অশ্বেতাঙ্গদের দিকে অঙ্গুলি তুলবে কীভাবে? এটাই মার্কিনিদের পোড়াচ্ছে বেশি!

এমনকি হোটেলে, রেস্তোরাঁয়, বাসে, চলমান ট্রেনে, সাবওয়েতে ঝড়ো ব্যস্ততাময় সংক্ষিপ্ত আলোচনায় উঠে আসছে প্রশ্নÑ ২০০১-এর ৯/১১-এ নিরাপরাধ আমেরিকানদের হত্যার কারণে নন-আমেরিকানদের আমেরিকা বিদ্বেষকে দোষ দেয়া হয়েছিল, এখন আমেরিকানরা নিজেরাই যেখানে একই রকম অপরাধ করে যাচ্ছেÑ এখন দোষ দেয়া হবে কোন বিদ্বেষকে?

নানা মুনির নানা মত বিশ্লেষণে এটাই সারাংশ হয়ে বেরিয়ে আসছে, দীর্ঘদিনের অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান বেকারত্ব, বিয়ে বিচ্ছেদ, পারিবারিক ভাঙ্গন ও অশান্তির কারণে উন্মাদ উগ্রবাদী হয়ে উঠেছে মার্কিনীরা। তাই জš§সূত্রে মার্কিনিরাই ইদানীং বিভিন্ন সভা সমাবেশে প্ল্যাকার্ডে ফেস্টুনে লিখে আনছে তাদের দীর্ঘশ্বাস জড়ানো একটি কথা : আমেরিকান ড্রিম ইজ ওভার !’

View this link

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

মোহাম্মদ আনোয়ার বলেছেন: আমেরিকা দেখি পাগলের ফ্যাক্টরি হয়ে যাচ্ছে !!!!!!!!!!!!!!!! পন্যের ক্ষেত্রে যেমন বলা হয় মেড ইন চায়না, পাগলের ক্ষেত্রেও তেমনি ভবিষ্যতে বলা হবে মেড ইন আমেরিকা !!!!!!!!!!!!!!!! :) :D B-) ;) X(( X( :-/ :P :-* :#) B-)) :-B B:-) :-P B:-/ !:#P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

এইচ এম বিশ্বাস বলেছেন: একদম ঠিক কথ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.