![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েকদিন আগে ক্যাম্পাসে পৌঁছানোর পর দেখতে পেলাম কিছু ছেলে-মেয়ে সাদা টি শার্ট পরে rally করছে, ভাবলাম হয়তো কোনো ডিপার্টমেন্টের rag ডে হচ্ছে,,কিন্তু কিছুক্ষন পর জানতে পারলাম, তারা সবাই ছিল প্রতিবন্ধী, আর সেদিনের আগের দিনটা ছিল, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস!! যা আমাদের অনেকেরই জানা ছিল না,,,
থাকার ও কথা না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ রাজনীতি নিয়ে, কেউ সমাজ নীতি নিয়ে,,,
আর এইসব নীতির উপর চাপা পড়া কিছু মানুষ,,, আমাদের কাছে যারা হলো প্রতিবন্ধী, যাদের অনেকে জম্মের পর হয়তো এই সুন্দর পৃথিবীকে অবলোকন করতে পারে নি, আবার অনেকে মিশতে পারেনি এ পৃথিবী ও তার মানুষগুলোর সাথে, তারা একা, খুব একা,,
তাদেরকে একটা দিবস আর কিছু কোটা দিয়েই আমরা আমাদের দায়িত্ব শেষ করে ফেলেছি, কিন্তু যেটা খুব প্রয়োজন সেটা কি আমরা তাদেরকে দিতে পেরেছি??
বলিউডের 'তারে জামিন পার' নামক একটা মুভিতে দেখানো হয়েছে, কিভাবে অক্ষর প্রতিবন্ধী একটা শিশু সঠিক নির্দেশনা ও একটু ভালোবাসার জোরে সকলের মন জয় করেছে,,,শুনলে অবাক হবেন, আইনস্টান, লিওনার্দা ভিঞ্চি সহ আরো অনেক পৃথিবী বিখ্যাত মানুষ ডিসল্যাকসিয়া নামক এ রোগে আক্রান্ত ছিল!!
তারা চাইলেয় নিজেদের মেধা ও মননশীলতা দিয়ে দেশ ও দশের জন্য অনেককিছুই করতে পারে, প্রয়োজন একটু ভালোবাসার, আমার আর আপনার,,,
©somewhere in net ltd.