![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইলের অপর প্রান্তের বৃদ্ধ লোকটির অসুস্থতার খবর শুনতে পাই। তাই তাকে আর কিছু না বলে অফিসে চলে গেলাম। অফিসে ঢোকার পথেই দুইজন রিলেটিভ ডেকে নিয়ে গেল ক্যাফেটেরিয়ায় গিয়ে দেখি রঙ্গিন বেরখা ও হিজাব পরিহিত একজন মহিলা রেডিমিক্স কফি খাচ্ছেন। আমাকেও এক কাপ কফি দিলেন। ভদ্র মহিলা কফির কাপ টেবিলে রেখে বললেন আপনার জীবনেও অনেক দু:খ কষ্ট নেমে আসবে। আপনি বিবাহিত একটি মেয়ে বিয়ে করেছেন। প্রতিউত্তরে বললাম অনুগ্রহ করে আপনার পরিচয় দিন আমি আপনাকে চিনতে পারিনি। সে বলল আমি আপনার শুভাকাঙখী, আপনার ভালো চাই আপনি এই বিয়ে করিয়েন না যেহেতু এখনো আকদ সম্পন্ন হয়নি। শুধুমাত্র কাবিন হয়েছে। আমি আবারও বললাম আপনার পরিচয় দিন অবশেষে তিনি বললেন আমি আপনার হবু বউয়ের চাচী। আমি আপনার ভালো চাই তাই বললাম বাকি আপনাদের ইচ্ছা বলে কফি শেষ করে চলে গেলেন। মাথা ঝিম ঝিম করায় আরেক কাপ কফি নিয়ে ক্যাফেটেরিয়ার বাইরে এসে দাড়লাম একটি দীর্ঘশ্বাস ফেলে কফিটাকে ডাস্টবিনে ফেলেদিয়ে অফিসে চলে এলাম। ততক্ষনে অফিসে সকলকে মিস্টি বিতরণ চলছে। হঠাৎ মোবাইল ফোন বেজে উঠে রিসিভ করতেই মিস্টি আওয়াজে সালাম দিয়ে জিজ্ঞাসা সকালের নাস্তা খেয়েছেন? আমি বললাম কে বলছেন? আমি। আমি কে? আমি আপনার … ওহ আচ্ছা কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনি নাস্তা করেছেন? হ্যাঁ খেয়েছি। আপনার কথা মনে হল তাই ফোন করলাম বাসায় সবাই কেমন আছেন? ভালো। কেমন জানি অসহ্য লাগছিল সবকিছু তাই বললাম আমি আপনার সাথে পরে কথা বলি একটু ব্যস্ত আছি তাছাড়া অনেক লোক আছে অফিসের ভেতর বলে ফোন টা রেখে দিলাম। অফিসের কাউকে কিছু না বলেই বাসায় চলে গেলাম। গিয়ে সোজা মাকে পুরো বিষয়টি খুলে বললাম। তিনি বললেন যা হওয়ার তা তো হয়ে গেছে এখন আর কি করার আছে? তবুও বিষয়টি একটু আরো খোজ নেয়ার জন্য বিভিন্ন জায়গায় ফোন দিতে শুরু করলাম মিশ্র প্রতিক্রিয়া, কোথায় বলে শুনেছি বিয়ে হয়েছিল কিন্তু তুলে নেয়নি, আবার কোথায় বলে প্রেম করতো শুনেছি পালিয়ে বিয়ে করেছে ছেলের পরিবার মেনে নেয়নি তাই কাউকে জানায়নি। অনেক কথা এভাবেই চলতে থাকে প্রায় তিন মাস। ততদিনে প্রতিদিন তার কথায় অনেকটাই আবেগী হয়ে আরো একধাপ সামনে এগিয়ে গেলাম আকদ সম্পন্ন করলাম………………………..চলবে।
২৮ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৫
এম. এ. হোসাইন বলেছেন: চেষ্টা করবো ইনশাআল্লাহ
২| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পের বাকিটুকু জানার জন্য আবারো আসব।
২৮ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৯
এম. এ. হোসাইন বলেছেন: জি আমন্ত্রণ রইলো
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার হিন্দি সিরিয়াল কতো পর্বে শেষ হতে পারে?
৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৬
এম. এ. হোসাইন বলেছেন: সাত বছরের জীব কত পর্বে শেষ করা যেতে পারে মতামত চাই।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৩
নতুন বলেছেন: তাহলে শেষ পযন্ত বিয়েটা আর হয় নি?
৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৫
এম. এ. হোসাইন বলেছেন: জানতে হলে সাথে থাকার জন্য অনুরোধ করছি।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২৪
রাজীব নুর বলেছেন: বাস্তব গল্প গুলো এরকমই হয়।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২৯
সৈয়দ কুতুব বলেছেন: আশা করি শেষ করবেন।