নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সহজ সরল সাধারণ যুবক সত্যের অন্বেশনে নির্ভিক অভিযাত্রী

এম. এ. হোসাইন

এম. এ. হোসাইন › বিস্তারিত পোস্টঃ

৪ জুলাই – একসময় এই দিনটাকে মনে রাখতাম শ্রদ্ধায়, নিঃশব্দ ভালোবাসায়।

০৭ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৩২

৪ জুলাই – একসময় এই দিনটাকে মনে রাখতাম শ্রদ্ধায়, নিঃশব্দ ভালোবাসায়।
আজ এই দিনটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুলের প্রতীক।

তুমি, যে একদিন ছিলে আমার বিশ্বাসের ঠিকানা, সেই তুমিই আজ আমার জীবনকে ছিঁড়ে ফেলা এক ভয়ংকর অধ্যায়ের নাম।
তোমার সাজ, তোমার হাসি, তোমার সেই 'ভালো থাকা'—সবই আজ আমার কাছে প্রতারণার মুখোশ ছাড়া কিছু না।
যে ভালোবাসার অভিনয় তুমি করেছিলে, তার শেষ দৃশ্য ছিল আদালতের কাঠগড়ায়—যেখানে তুমি আমাকে দাঁড় করালে মিথ্যে অভিযোগে, সমাজের চোখে অপরাধী করে তুললে।

ভেবো না, আমি ভেঙে পড়েছি। আমি বেঁচে আছি—তবে আগের মতো নয়।
আজকের আমি সেই নির্বোধ মানুষটা না, যে তোমার মিথ্যে ভালোবাসার ফাঁদে পড়ে নিজের সবকিছু হারাতে রাজি ছিল।
তুমি আমার হৃদয় ভেঙেছো, সম্মান পুড়িয়ে দিয়েছো, কিন্তু আমাকে শেষ করতে পারোনি।

তোমার বিবাহবার্ষিকী আসুক, বারবার আসুক—আমি আর কখনও তা স্মরণ করব না ভালোবাসার দিন হিসেবে, বরং এটা এখন আমার জীবনের সবচেয়ে বড় আত্মপ্রবঞ্চনার দিন।
তোমার জীবন তোমার মতোই হোক—ভান, ভণ্ডামি আর হিসেবি লাভ-লোকসানে ভরা।

আজও যদি তোমার বিবেক বলে কিছু থেকে থাকে—তবে একবার ফিরে তাকাও।
কারণ আমি, যাকে তুমি একদিন ভালোবাসার নামে ধ্বংস করতে চেয়েছিলে, আজও দাঁড়িয়ে আছি—তবে তোমাকে চিরতরে পেছনে ফেলে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২৫ দুপুর ২:২৪

ওমর খাইয়াম বলেছেন:



এগুলো ঘটে; সেটা ব্লগে কেন আসে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.