![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএসসি অনার্স(রসায়ন)নরসিংদী সরকারি কলেজ
রাস্তার পাশে গাছের পাশে
যে শিশুটি বসা,
কেউ ফিরে তাকায় নাকো
সে বড় একা।
উসকো-খুসকো চুল
আর ছেঁড়া জামার সাথে,
তার ঐ করুণ চাহনি
কি যেন চায় বলতে!
সারাদিনের খড়তাপ
আর ধুলোবালির মাঝে,
বিনা খাদ্রে বহু কষ্টে
দিনটি তার কাটে।
সকাল গেল সন্ধ্যা হলো
বহু কষ্টে দিনটি কাটলো,
একটুও আশ্রয় মেলে নাকো
কারো বাড়িতে!
কেমন করে এই শিশুটা
মাথা তুলে দাঁড়াবে?
হে,সমাজের সহৃদয়বান
ব্যক্তিবর্গ,
তার জন্য তোমাদের হৃদয়,কাঁদে নাকো একটুও?
হতে পারে সে গরীব-দুঃখী
তাই বলে কি তার উপকারে,
আসবেনা কোনো ব্যক্তি?
©somewhere in net ltd.