![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএসসি অনার্স(রসায়ন)নরসিংদী সরকারি কলেজ
কোনো এক অজানা কারনেই হঠাৎ কলম আর ডায়েরি নিয়ে বসে পড়েছিলাম আমার পড়ার টেবিলে।মনে মনে ভাবলাম কিছু লিখি।তাই কালো কালির আঁচড়ে সাদা পাতায় একটা বাগান তৈরি করলাম।আমার লেখা প্রথম কবিতা।যা রচনা করেছিলাম ২০১৩ সালের সেপ্টেবর মাসে।তখন মাথায় যতটুকু এসেছিল ততোটুকুই...
বাংলাদেশে জন্ম আমার,
থাকি বাংলাদেশে,
জন্মভূমির সৌন্দর্য দেখে মুগ্ধ হই,
দিন ও রাতে!
আমার দেশের চারিদিকে,
শুধু সবুজ-শ্যামল,
এর মাঝে থাকতে আমার,
লাগে যে বেশ কোমল!
আমাদের এই বাংলাদেশে,
ছয়টি ঋতু আসে,
প্রত্যেকটা ঋতু ভিন্নরুপে,
নতুন করে সাজে!
এমন দেশটি কোথাও খুঁজে,
পাবে না তুমি ভাই!
তাইতো আমি গর্ব করি,
আমার জন্মভূমি বাংলার!
©somewhere in net ltd.