নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যকে প্রতিষ্ঠিত করব,মানবতার সমাজ গড়বো ইনশাআল্লাহ।

মোঃ হৃদয় মোল্লা

বিএসসি অনার্স(রসায়ন)নরসিংদী সরকারি কলেজ

মোঃ হৃদয় মোল্লা › বিস্তারিত পোস্টঃ

সচেতনহউন

১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৭

#পহেলা_বৈশাখের অনুষ্ঠান সম্পর্কে
সচেতন হোনঃ
(ক) লাল সাদার সাথে বাঙালীর কী
সম্পর্ক..??এটা তো শাখা সিঁদুরের কালার..!!
তাহলে কি কৌশলে আমাকে
শাখাসিঁদুরে অভ্যস্ত করা হচ্ছে..??
.
(খ) রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা
বাদ্যযন্ত্র নিয়ে প্রস্তুত, প্রস্তুত
শ্রোতারা, অপেক্ষা কেবল সূর্য উঠার,
সূর্য উঠার অপেক্ষায় মুসলমান থাকতে
পারে..?? , এটা তো সূর্য পুজারীদের কাজ..
মুসলমান সূর্য উঠলে ইবাদত বন্ধ করে দেয়।
কারণ নবীজী সা. সূর্য উঠা আর ডুবার
সময় নামাজ পড়তে নিষেধ করেছেন,
যেনো আমাদের ইবাদত সূর্যপূজারীদের
সাথে মিলে না যায়, আর সেই মুসলমান
প্রত্যুষে ফজরের সালাহ বাদ দিয়ে সূর্য
উঠার অপেক্ষায় থাকবে..??
.
(গ) সূর্য উঠার সাথে সাথেই রবি ঠাকুরের
প্রার্থণামূলক সঙ্গীত "এসো হে বৈশাখ
এসো......" দিয়ে শুরু হবে বর্ষবরণ..
ঠাকুরের প্রার্থনা কি এক আল্লাহর
কাছে..??
.
ওহে মুসলমান তুমিও সে মুশরিকের ভাষায়
প্রার্থনা করবে..??
.
এই গানটির মধ্যে শিরক স্পষ্ট। কারণ তার
একটি কলি হলো "অগ্নিস্মানে সুচি হোক
ধরা"
অর্থাৎ আগুনে গোসল দিয়ে গোটা জগত
পবিত্র হোক। আগুন পবিত্র করার ক্ষমতা
রাখে এ বিশ্বাস হিন্দুদের, আর তাই
মৃত্যুর পর আগুনে পুড়িয়ে পবিত্র করে;
ওহে মুসলমান তুমিও কি সে বিশ্বাসে
বিশ্বাসী..??
.
.
আসতাগফিরুল্লাহ
.
(ঘ) সবচেয়ে ভয়ঙ্কর শিরক হয় মঙল
শোভাযাত্রায়..
এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে সকল
অমঙ্গল দূর করবে..মঙ্গল অমঙ্গলের মালিক
কে? এখানে প্রার্থনাটা কার কাছে..??
সেটা বুঝতে হিন্দুদের একটা বিশ্বাস
সম্পর্কে জানতে হবে..
হিন্দুদের এক দেবতার নাম বিষ্ণু দেবতা,
যার পত্নী হচ্ছে লক্ষ্মীদেবী..যার পাঁচ
কন্যা; পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা,
কমলা..তাদের বিশ্বাস সমস্ত মঙ্গলের
মালিক হচ্ছে লক্ষ্মী দেবী, যার বাহন
হলো পেচা..
চারুকলার সোনার ছেলেরা বিভিন্ন
দেব-দেবীর মূর্তির সাথে পেচার
মূর্তিটিও ঢুকিয়ে দেয় মঙ্গল
শোভাযাত্রায়..
এবার ভাবুন, পেচা কি বাংলায় কথা
বলে..?? না পান্তা ইলিশ খায়? পেচার
সাথে বাঙালীর কী সম্পর্ক..??
আসলে সম্পর্ক বাঙ্গালীর সাথে নয়,
লক্ষ্মীদেবীর বাহন রেডি করে আহবান
করা হচ্ছে তাকে.. কারণ সে না আসলে
মঙল বিতরণ করবে কে..??
.
.
লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লাবিল্লাহ
.
আসলে শয়তান যদি আমাদের পূজামণ্ডপে
ডাকতো আমরা তো যেতাম না, তাই সে
কৌশল পরিবর্তন করে আমাকে দিয়ে
শিরক ঠিকই করাচ্ছে, কিন্তু নাম দিচ্ছে
বাঙালী চেতনা..!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১১

করুণাধারা বলেছেন: ভালো লেগেছে সবচেয়ে "ঘ"। সহমত।

২| ১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৮

ইনাম আহমদ বলেছেন: কোন মাদ্রাসায় পড়েছেন?
নিয়মিত জুম্মার খুৎবা শোনেন বোঝা যাচ্ছে।

৩| ১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৫

সাদা-কালো মন বলেছেন: আমার তো মনে হয় তুমি বাঙ্গালী নয়?
বাঙ্গালীর রক্ত তোমার শরিরে নেই তুমি, তোমার শরিরে বয়ছে আরবের খাজা বাবাদের রক্ত।
তা না হলে তো তুমি বাঙ্গালী হয়ে বাঙ্গালীর সংস্কৃতি সম্পর্কে বাজে কথা বলতে পারতে না।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৫

মোঃ হৃদয় মোল্লা বলেছেন: একদম ভুল বলেছেন। আগে আমার ধর্ম। অবশ্যই আমি বাঙ্গালি। তবে শর্ত হলো কোনো সংস্কৃতি যদি ধর্ম বিরোধী হয় তবে সেটা পরিত্যাজ্য।

৪| ১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৭

আনু মোল্লাহ বলেছেন: আসলে বাঙালী সংস্কৃতি হিসেবে এখন অনেক কিছুকেই চালনো হচ্ছে যা আদতে আমাদের সংস্কৃতির অংশ নয়। এগুলো আসলে সাম্প্রদায়িক আগ্রাসনের বহিপ্রকাশ।
ধন্যবাদ।

৫| ১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: সহজ ভাবে দেখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.